হিন্দু সেজে ভারতে ১৫ বছর। বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাংলাদেশি যুবতী। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

হিন্দু সেজে ভারতে ১৫ বছর। বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাংলাদেশি যুবতী।

Bangladeshi woman arrested in India, Ronnie Begum

বেঙ্গালুরু : গত ১৫ বছর ধরে হিন্দু মহিলা সেজে আত্মগােপন করে ভারতে বসবাস করার অভিযােগে বেঙ্গালুরুর শহরতলি থেকে গ্রেফতার করা হয়েছে বছর ২৭ এর এক বাংলাদেশি মহিলাকে।ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই গ্রেফতারি হয়েছে।


জানা গিয়েছে ওই মহিলার আসল নাম রনি বেগম (Ronnie Begum) বেঙ্গালুরুতে পায়েল ঘােষ (Payal Ghosh) নামে বসবাস করতেন ওই বাংলাদেশি মহিলা।ইতিমধ্যে তিনি নীতিন কুমার (Nitin Kumar) নামে ম্যাঙ্গালুরুর এক ডেলিভারি-ম্যানকে বিয়েও করেন।

জানা গিয়েছে, ১২ বছর বয়সে চোরাপথে ভারতে প্রবেশ করে রনি বেগম। একসময়ে মুম্বইয়ের ডান্স বারে নাচও করেছে সে। নীতিনকে ভালােবেসেই বিয়ে করে সে। বেঙ্গালুরুর অঞ্জনানগরে ২০১৯ সালে তারা বসবাস শুরু করে।

মুম্বইয়ে থাকার সময়েই নিজের নামে প্যান কার্ড বানিয়ে ফেলেছিল রনি বেগম পরে বেঙ্গালুরুর এক বন্ধুর সহায়তায় আধার কার্ডও বানিয়ে ফেলে নীতিন।

রনির বাবার মৃত্যু ঘটলে মৃত্যু সংবাদ পেয়ে বাংলাদেশে ফেরার উদ্যোগ নেয়। তার পাসপাের্ট দেখে সন্দেহ প্রকাশ করেন অভিবাসন দফতরের আধিকারিকরা। এরপর তাকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তখনই প্রাথমিক তদন্ত করে অফিসাররা বুঝতে পারেন রনি চোরাপথে ভারতে ঢুকেছিল। সে সময়ে রনি বেঙ্গালুরু ফিরে গেলেও FRRO বিষয়টি জানায় বেঙ্গালুরুর পুলিশকে। তারপরই আবারও খোঁজ শুরু হয় তাঁর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad