আসানসােল : ত্রিপুরার পুরসভা ভােটের মতাে এবার আসানসােল পুরনিগম নির্বাচনে বিজেপির প্রচারের অস্ত্র দলের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)-র গান।
পুরভােটের প্রচারে শাসকদল তৃণমূল কংগ্রেসকে বিব্রত
করতে প্রচার গাড়িতে এবং ওয়ার্ডে ওয়ার্ডে বাজানাে হচ্ছে বাবুলের গাওয়া ‘এই তৃণমূল আর না' গানটি। স্বাভাবিকভাবেই নতুন করে শাসকদল ও বিরােধী দলের মধ্যে রাজনৈতিক চাপানউতাের শুরু হয়ে গেছে।
রবিবার আসানসােলে পুরভােটের প্রচারে এসেছিলেন বাঁকুড়ার শালতােড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি (Chandana Bauri)। তিনি আসানসােলের ১০৩ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থীর হয়ে যে টোটোতে চেপে প্রচার করছিলেন তাতেই বাজছিল বাবুলের গাওয়া গান ‘দিদির পায়ে হাওয়াই চটি, ভাইয়েরা সব কোটিপতি' গানটি। যদিও চন্দনা বাউরি মনে করেন বাবুল সুপ্রিয়র ওই গান বাজানােয় কোনও দোষ নেই।
২০১৯ সালে লােকসভা ভােটে বাবুল সুপ্রিয় দ্বিতীয়বারের জন্য আসানসােল কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেই সময় এই ধরনের বেশ কয়েকটি গান নিজেই রচনা করেছিলেন তিনি এবং গেয়েছিলেন নিজেই। মুহূর্তের মধ্যে ‘দিদির পায়ে হাওয়াই চটি’ গানটি ভাইরাল হয়ে যায়।
বাবুলের গাওয়া গানে মেতে ওঠে সারা বাংলা। বিজেপির প্রচারেও এই গানে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। এ ব্যাপারে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আসানসােল উত্তর বিধানসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী কৃষ্ণেন্দু মুখােপাধ্যায়ের বক্তব্য, বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে চলে গেলেও গানের বিষয়বস্তু ও সমস্যা একই রয়েছে।
ত্রিপুরার মতােই আসানসােল পুরভােটের প্রচারে বাবুলের গাওয়া গান এবার বাজানাে শুরু হয়ে গিয়েছে। তাঁর কথায়, বাবুল সুপ্রিয় একজন গায়ক হিসাবে আমাদের দলের হয়ে গানটি গেয়েছিলেন। এখন তা বাজালে দোষের কী?
যদিও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, তাঁরা এই গান বাজানাে নিয়ে আদৌ বিব্রত নন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসুর কথায়, একজন শিল্পী হিসাবে বাবুল সুপ্রিয় ওই গান গেয়েছিলেন। আগামীদিনে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে গান গাইবেন। তখন তার সেই গান বাজাব আমরা।গান দিয়ে ভোট হয়না ভােট হয় উন্নয়ন আর কাজের নিরিখে।
বাবুলের গাওয়া গানে মেতে ওঠে সারা বাংলা। বিজেপির প্রচারেও এই গানে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। এ ব্যাপারে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আসানসােল উত্তর বিধানসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী কৃষ্ণেন্দু মুখােপাধ্যায়ের বক্তব্য, বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে চলে গেলেও গানের বিষয়বস্তু ও সমস্যা একই রয়েছে।
ত্রিপুরার মতােই আসানসােল পুরভােটের প্রচারে বাবুলের গাওয়া গান এবার বাজানাে শুরু হয়ে গিয়েছে। তাঁর কথায়, বাবুল সুপ্রিয় একজন গায়ক হিসাবে আমাদের দলের হয়ে গানটি গেয়েছিলেন। এখন তা বাজালে দোষের কী?
যদিও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, তাঁরা এই গান বাজানাে নিয়ে আদৌ বিব্রত নন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসুর কথায়, একজন শিল্পী হিসাবে বাবুল সুপ্রিয় ওই গান গেয়েছিলেন। আগামীদিনে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে গান গাইবেন। তখন তার সেই গান বাজাব আমরা।গান দিয়ে ভোট হয়না ভােট হয় উন্নয়ন আর কাজের নিরিখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.