গত কয়েক দিন ধরেই ‘বুল্লি বাই’ (Bulli Bai) অ্যাপে মহিলাদের নিলাম করার অভিযােগে দেশ তােলপাড় । ওই অ্যাপের মাধ্যমে অনলাইনে মুসলিম মহিলাদের ছবি আপলােড করে তাঁদের বিক্রির চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই বেঙ্গালুরু থেকে মায়াঙ্ক আগরওয়াল নামে এক তরুণ ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছে আরও এক ইঞ্জিনিয়ার ছাত্রকে। আটক হয়েছেন আরেক মহিলাও।
ঘটনাটি ঠিক কী?
‘বুল্লি বাই' নামের একটি অ্যাপের মাধ্যমে মুসলিম মহিলাদের হেনস্তা করা হচ্ছে। অভিযােগ উঠেছে, ওই অ্যাপটিতে অসংখ্য মুসলিম মহিলার (Muslim Woman) ছবি তাঁদের অনুমতি ছাড়াই আপলােড করা হয়েছে। এই ছবিগুলি সংগ্রহ করা হয়েছে সােশ্যাল মিডিয়া থেকে এবং পণ্যের মতাে ওই মহিলা-দের দর হাঁকা হয়েছে। নিলামে তুলে তাঁদের বিক্রি করারও উদ্যোগ নেওয়া হয়।
মুসলিম মহিলাদের নিশানা করার খবর প্রকাশ্যে আসতেই
সােশ্যাল মিডিয়ায় দক্ষিণপন্থী দলগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেকেই। কিন্তু এবার পাল্টা দিয়ে নেটিজেনদের একাংশ তুলে ধরে টেলিগ্রামে হিন্দু যুবতী-দের বিক্রির ঘটনা। প্রশ্ন তােলা হয়, একইরকম ভাবে হিন্দু মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা চলছে। তা নিয়ে কেন পদক্ষেপ করছে না সরকার? Hindu Randiyan নামের একটি টেলিগ্রাম চ্যানেল থেকে হিন্দু মহিলাদের অশালীন ছবি পােস্ট করা হচ্ছিল বলে জানতে পারে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তারপরই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানান, ওই চ্যানেলটি ব্লক করে দেওয়া হয়েছে। ঘটনায় পুলিশের সঙ্গে কথা বলে কড়া পদক্ষেপ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। তবে ধর্ম যা-ই হােক, যেভাবে মহিলাদের হেনস্তার শিকার হতে হচ্ছে, তাতে দেশের নারী নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন।
বুধবার সকালে মুম্বই পুলিশের সাইবার সেল উত্তরাখণ্ড থেকে মায়াঙ্ক রাওয়াল নামে এক তরুণকে গ্রেফতার করে। বুল্লিবাই কাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বিশাল ঝা কে ইতিমধ্যেই ১০ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
'Bulli Bai' app case: Main conspirator arrested by Delhi Police’s IFSO special cell from Assam pic.twitter.com/4IKBiBKC8d
— ANI (@ANI) January 6, 2022
মুসলিম মহিলাদের নিশানা করার খবর প্রকাশ্যে আসতেই
সােশ্যাল মিডিয়ায় দক্ষিণপন্থী দলগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেকেই। কিন্তু এবার পাল্টা দিয়ে নেটিজেনদের একাংশ তুলে ধরে টেলিগ্রামে হিন্দু যুবতী-দের বিক্রির ঘটনা। প্রশ্ন তােলা হয়, একইরকম ভাবে হিন্দু মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা চলছে। তা নিয়ে কেন পদক্ষেপ করছে না সরকার? Hindu Randiyan নামের একটি টেলিগ্রাম চ্যানেল থেকে হিন্দু মহিলাদের অশালীন ছবি পােস্ট করা হচ্ছিল বলে জানতে পারে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তারপরই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানান, ওই চ্যানেলটি ব্লক করে দেওয়া হয়েছে। ঘটনায় পুলিশের সঙ্গে কথা বলে কড়া পদক্ষেপ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। তবে ধর্ম যা-ই হােক, যেভাবে মহিলাদের হেনস্তার শিকার হতে হচ্ছে, তাতে দেশের নারী নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন।
বুধবার সকালে মুম্বই পুলিশের সাইবার সেল উত্তরাখণ্ড থেকে মায়াঙ্ক রাওয়াল নামে এক তরুণকে গ্রেফতার করে। বুল্লিবাই কাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বিশাল ঝা কে ইতিমধ্যেই ১০ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.