প্যারিস: ওমিক্রন আতঙ্ক কাটেনি এরই মধ্যে ফ্রান্সে করোনা ভাইরাসের নয়া একটি প্রজাতির হদিশ মিলল।
বিশেষজ্ঞদের দাবি, ওমিক্রনের থেকেও বেশি মারাত্মক হতে পারে এই নয়া ভেরিয়েন্ট ‘আইএইচইউ’(IHU) বা বি.১.৬৪০.২ (B.1.640.2) প্রজাতির করােনাভাইরাস। কতটা মারাত্মক হবে, তা অবশ্য এখনই বলা যাচ্ছে না। জানা যাচ্ছে, ফ্রান্সের মার্সেইয়ে কমপক্ষে ১২ জনের শরীরে এই নয়া প্রজাতির করােনাভাইরাসের হদিশ পাওয়া গেছে।
আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে যাত্রার সঙ্গে তাঁদের সকলের কোনও রকম সংযােগ আছে বলে অনুমান করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব ফ্রান্সের যে ব্যক্তির দেহে প্রথম 'IHU' প্রজাতির হদিশ মিলেছে, তিনি ক্যামেরুন থেকে এসেছেন। তিনি করােনার টিকাও নিয়েছিলেন।
প্রশ্ন হল, ওমিক্রনের থেকেও কি ‘মারাত্মক' 'আইএইচইউ' প্রজাতির করােনাভাইরাস? বিশেষজ্ঞদের মতে, সেটা এখনই স্পষ্টভাবে বলা যাবে না। তার জন্য প্রয়ােজন আরও গবেষণার । যদিও ওমিক্রনের থেকে 'আইএইচইউ বেশিবার রূপ পরিবর্তন করে ফেলেছে। তাও এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে নারাজ বিশেষজ্ঞরা।
মার্কিন বিশেষজ্ঞ এরিকের মতে, প্রায়শই নয়া ভ্যারিয়েন্ট এর হদিশ পাওয়া যায়। তবে তা যে আরও মারাত্মক হবে, এমন কোনও কথা নেই।
প্রসঙ্গত,আইএইচইউ মেডিটেরিয়ান ইনফেকশন ইনস্টটিউটের বিশেষজ্ঞরা সর্বপ্রথম করােনার এই নয়া প্রজাতির হদিশ পেয়েছেন।
গবেষকদের দাবি, ইতিমধ্যে নয়া ভ্যারিয়েন্টের ৪৬ বার
মিউটেশন বা রূপ পরিবর্তন করে ফেলেছে, যা ওমিক্রনের থেকেও বেশি। তাই নয়া ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করেছেন মার্কিন বিশেষজ্ঞ এরিক ফেইগল-ডিং। তিনি জানিয়েছেন, ১২ জন আক্রান্তের হদিশ পাওয়ার পর ফ্রান্সের বিজ্ঞানীরা সতর্ক-বার্তা জারি করেছেন। দেশে অথবা পুরো ইউরােপ মহাদেশের আর কোনও দেশে এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে কিনা তা নিয়ে খোঁজ চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.