Delhi Woman Gangraped : দিল্লিতে গণধর্ষিতাকে মাথা মুড়িয়ে, মুখে কালি লেপে নিগ্রহ। DCW প্রধান দিল্লি পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

Delhi Woman Gangraped : দিল্লিতে গণধর্ষিতাকে মাথা মুড়িয়ে, মুখে কালি লেপে নিগ্রহ। DCW প্রধান দিল্লি পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Delhi woman gangraped, Swati Maliwal


নয়াদিল্লি :
আবারও সেই দিল্লি, আবারও সেই রাজধানীরই রাজপথে বেনজির নৃশংসতার শিকার হলেন এক তরুণী। প্রথমে অপহরণ করে গণধর্ষণ, তারপর মাথা মুড়িয়ে, মুখে কালি মাখিয়ে এবং গলায় জুতাের মালা পরিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটানাে হল বছর কুড়ির এক তরুণীকে।


ঘটনা দিল্লির কস্তুরবা নগর এলাকায়। নিগৃহীতা বিবাহিত, একটি সন্তানও রয়েছে তার। জানা গিয়েছে, ওই তরুণী জনাকয়েক বেআইনি মদের ব্যবসাকারীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। গত ১২ নভেম্বর ঘটনাচক্রে উক্ত এলাকার এক যুবক আত্মঘাতী হয়। এলাকার একাংশের দাবি, ওই যুবক তরুণীকে পছন্দ করত এবং প্রায়শই পিছু নিত।

আবার অন্য একটি সূত্রের মতানুযায়ী ওই যুবকের সঙ্গে তরুণীর প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। যুবকের পরিবার তার মৃত্যুর জন্য ওই তরুণীকে দায়ী করে। এরপর প্রতিহিংসা মেটাতে তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সাধারণ-তন্ত্র দিবসের রাতে ওই যুবকের কাকা-সহ চার জন মিলে ওই তরুণীকে গণধর্ষণ করে। এরপর তরুণীর মুখে কালি লেপে, মাথা মুড়িয়ে, গলায় জুতাের মালা পরিয়ে, মারতে মারতে বিবেক বিহার এলাকায় প্রকাশ্য রাস্তায় হাঁটায় এক দল মহিলা, সঙ্গে চলতে থাকে উল্লাস- গর্জন। ওই মহিলারা সকলেই যুবকের আত্মীয়স্বজন বলে অভিযােগ।

ক্যামেরাবন্দি হয়ে পুরো ঘটনাটি সােশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বস্তুত, পুরো দেশবাসী খােদ দেশের রাজধানীতে এহেন নারকীয়তা দেখে স্তম্ভিত। কেউ উঠেছেন শিউরে, কেউ মুখ ঢেকেছেন লজ্জায়।

DCW প্রধান স্বাতী মালিওয়াল (Swati Maliwal) অভিযোগ করেছেন যে জঘন্য কাজটি"অবৈধ মদ বিক্রেতাদের হয়রানির ফল, যা বেড়ে গেছে।" জাতীয় রাজধানী মহিলাদের নিরাপত্তা এবং ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা সম্পর্কিত বুলেটিন থেকে এড়িয়ে যাচ্ছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। এদিন তিনি টুইট করে বলেন, 'অত্যন্ত লজ্জাজনক ঘটনা। অপরাধীরা এত সাহস পেল কোথা থেকে? আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের কাছে আবেদন করছি, এই ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করুন, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিন। দিল্লিবাসী এই ধরনের ঘৃণ্য কাজ, এমন গর্হিত অপরাধকে কখনওই বরদাস্ত করবে না।"

দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, ঘটনায় ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এ নিয়ে একটি FIR দায়ের হয়েছে। তার মতে, “ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করতেই একজন মহিলার উপর এহেন পৈশাচিক হামলা চালানাে হয়েছে।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad