Jawed Habib Spits On Woman's Hair: মহিলার মাথায় থুতু ছিটানোর ঘটনায় FIR ‌দায়ের হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিবের বিরুদ্ধে। ক্ষমা চাইলেন ইনস্টাগ্রামে। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

Jawed Habib Spits On Woman's Hair: মহিলার মাথায় থুতু ছিটানোর ঘটনায় FIR ‌দায়ের হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিবের বিরুদ্ধে। ক্ষমা চাইলেন ইনস্টাগ্রামে।

নয়াদিল্লি: চুলে থুতু কাণ্ডের জের! এবার FIR দায়ের হল জনপ্রিয় হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিবের বিরুদ্ধে।

Spitted on womans hair, Jawed Habib

প্রসঙ্গত, দিনচারেক আগে উত্তরপ্রদেশের মুজফফরনগর এর কিং ভিলা হােটেলে কেশসজ্জা ও পরিচর্যা সম্পর্কিত একটি সেমিনারের আয়ােজন করা হয়েছিল, যেখানে প্রধান অতিথি ছিলেন জাভেদ হাবিব (Jawed Habib কেশবিন্যাস নিয়ে বলতে গিয়ে তিনি মঞ্চে উঠে, দর্শকদের মধ্যে থেকে এক মহিলাকে ডাকেন। এরপর তার চুল কাটতে গিয়ে কেশ পরিচর্যার নানা ধরনের টিপস দিতে শুরু করেন। এরপরই ঘটে আসল বিপত্তি।


ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে— হাবিব ওই মহিলার চুল কাটতে গিয়ে বলছেন, “যদি চুল অপরিষ্কার থাকে, জলের অভাবে চুল ধুতে না পারেন, তাহলে থুতু দিন (থুতু ছিটিয়ে) কারণ এই থুতুতে প্রাণ আছে।” এই দৃশ্য সামনে আসতেই বিতর্কের দানা বাঁধে। 

বারাউতের বাসিন্দা পুজা গুপ্তা নামে ওই মহিলা, যার চুলে হাবিব থুতু ছিটিয়েছিলেন, পরে বিবৃতি জারি করে বলেন, “আমি নিজে পার্লার চালাই। হাবিবের সেমিনারে গিয়েছিলাম। আমার চুল কাটবেন বলে মঞ্চে ডাকেন, কিন্তু তার পর অসম্মানজনক ব্যবহার করেন আমার সঙ্গে।"

পূজা হাবিবের বিরুদ্ধে লিখিত অভিযােগ দায়ের করেন। জাতীয় মহিলা কমিশনের তরফেও এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জারি করা হয়েছে। তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

অন্যদিকে হিন্দু জাগরণ মঞ্চের মতাে কিছু দক্ষিণপন্থী সংগঠন আবার হাবিবের গ্রেফতারি চেয়ে তার কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে।

তাৎপর্যপূর্ণভাবে, গােটা ঘটনায় ইনস্টাগ্রামে ক্ষমা চেয়েছেন হাবিব। হেয়ার স্টাইলিস্টের বার্তা, “ওই অনুষ্ঠানে এমন কিছু কথা বলেছি, যা মানুষের ভাবাবেগকে আঘাত করেছে। এই ধরনের সেমিনারে পেশাদাররা উপস্থিত থাকেন, অনুষ্ঠান চলেও অনেকটা সময় ধরে। কখনও কখনও অনুষ্ঠান জমিয়ে রাখতে হলে একটু হাসি-মশকরা করতে হয়। তা সত্ত্বেও মন থেকে বলছি, যদি আমার কথায় কারও খারাপ লেগে থাকে, দয়া করে আমায় ক্ষমা করে দিন।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad