ভারতীয় রেলের বিভিন্ন পদে কর্মী নিয়ােগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রায় আড়াই হাজার শূন্যপদ। নানা পদে কর্মী নিয়ােগ হবে। এদেশ তথা এরাজ্যের বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবেন। বয়স ১৭ জানুয়ারীর মধ্যে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে আইটিআই পাশের সার্টিফিকেট থাকলে আরও ভাল। রেল দফতরের নিজস্ব ওয়েবসাইট www.rrccr. com -এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অবেদন করা যাবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
কারেন্সি নােট প্রেসে নিয়ােগ :
সম্প্রতি মহারাষ্ট্রের কারেন্সি নােট (Currency Note Press) তরফে এক বিজ্ঞপ্তি জারি হয়েছে। জুনিয়র টেকনিশিয়ান এবং অন্যান্য পদে নিয়ােগ করা হবে। বিশদে জানতে প্রার্থীরা কারেন্সি নােট প্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Recruitment 2022)।
https://cnpnashik.spmcil. com/
এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
রেল টেল কর্পোরেশনে চাকরি :
বেতন ভাল, যােগ্যতা থাকলে আবেদন করুন। প্রচুর পদে। নিয়ােগের বিজ্ঞপ্তি জারি করেছে। রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া (RailTel Corporation of India Limited ) ম্যানেজেরিয়াল পােস্টে হবে এই নিয়ােগ। আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। বিশদে জানতে দেখুন রেলটেলের অফিশিয়াল ওয়েবসাইট https://www.railtelindia. com- এ।
রেল টেল কর্পোরেশনে চাকরি :
বেতন ভাল, যােগ্যতা থাকলে আবেদন করুন। প্রচুর পদে। নিয়ােগের বিজ্ঞপ্তি জারি করেছে। রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া (RailTel Corporation of India Limited ) ম্যানেজেরিয়াল পােস্টে হবে এই নিয়ােগ। আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। বিশদে জানতে দেখুন রেলটেলের অফিশিয়াল ওয়েবসাইট https://www.railtelindia. com- এ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.