Pakistani boat caught in Gujarat: ভারতীয় জলসীমায় আটক দশ পাকিস্তানি নৌকা। গুজরাটে উপকূলরক্ষী বাহিনী তাড়া করে ধরলো। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

Pakistani boat caught in Gujarat: ভারতীয় জলসীমায় আটক দশ পাকিস্তানি নৌকা। গুজরাটে উপকূলরক্ষী বাহিনী তাড়া করে ধরলো।

Pakistani boat caught in Gujarat

আমেদাবাদ : ভারতীয় জলসীমায় ঢুকে পড়ল পাকিস্তানের একটি নৌকা। দশ জন নাবিকসহ গুজরাতের কাছে নৌকাটি আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রবিবার প্রতিরক্ষা বিভাগের তরফ খবরটি প্রকাশিত হয়েছে।


নিরাপত্তা বাহিনী সূত্রে খবর সম্প্রতি মাদক ও অস্ত্র পাচারের উদ্দেশ্যে ভারতীয় জল সীমানায় পাকিস্তানি জলযানের আনাগােনা বেড়েছে,ফলে এ বিষয়ে নজরদারি বাড়ানাে হয়েছে। আর তার জেরেই এবার এই পাক জলযান-সহ নাবিকদের আটক করা সম্ভব হয়েছে। উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, আটক পাক নৌকাটির নাম 'ইয়াসিন'

শনিবার রাতে গুজরাতের সমুদ্র উপকূলবর্তী এলাকায় টহলদারি চালানাের সময় ভারতীয় জলসীমানায় প্রায় ১১ কিলােমিটার ভিতরে উপকূলরক্ষী বাহিনীর নজরে আসে সেটি। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘অঙ্কিত' তার দিকে এগিয়ে যায়। তাদের দেখেই পালানাের চেষ্টা করে নৌকাটি। কিন্তু নাবিক-সহ ইয়াসিনকে আটক করে সকালে নিয়ে আসা হয় পােরবন্দরে।

শীর্ষ আধিকারিকরা পাক নৌকার নাবিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। টুইট করে এমনই জানিয়েছেন উপকূলরক্ষী বাহিনীর এক শীর্ষস্থানীয় আধিকারিক। এর আগে গত বছরের ডিসেম্বরেও এই গুজরাতের জলসীমানায় একটি পাকিস্তানি নৌকা ধরা পড়েছিল তাতে ৪০০ কোটি টাকা মূল্যের ৭৭ কেজি মাদক-সহ ৬ জন নাবিককে গ্রেফতার করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এই অভিযানে উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যৌথ অপারেশন চালিয়েছিল সন্ত্রাসদমন শাখাও। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান এই অংশের জলপথকে মাদক পাচারের জন্য ব্যবহার করছিল পাকিস্তান। তারও আগে ১৫ সেপ্টেম্বর একই ধরনের অভিযানে গুজরাত জল-সীমান্তে ১২ জন নাবিকসহ আর একটি নৌকা আটক হয়েছিল।

ভারতীয় সীমান্তে পাকিস্তান জলযানের অনুপ্রবেশের চেষ্টা নতুন কিছু নয় বিশেষত সেখানকার জঙ্গিদের বহুদিনের ছক গুজরাত কিংবা মহারাষ্ট্রের উপকূল অর্থাৎ আরব সাগর দিয়ে এদেশে প্রবেশের। তাই ভারতীয় নৌসেনার বরাবরই এসব এলাকায় বাড়তি নজরদারি থাকে। কড়া প্রহরার জেরে বারবার ব্যর্থ হয় পাকিস্তানের পরিকল্পনা শনিবারের ঘটনাও তার প্রমাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad