স্টেট ব্যাঙ্কে অফিসার
এসবিআই(SBI) -তে স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে। চিফ ম্যানেজার, ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদ মিলিয়ে মােট শূন্যপদ ২৫টি। চিফ ম্যানেজার পদে আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে, ম্যানেজার পদে ৩৫ ও ডেপুটি ম্যানেজার পদে ২৫-৩৫ বছরের মধ্যে।
শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য বিষয়ে জানতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ক্লিক করুন
https: //www.sbi.co.in/careers
https://bank.sbi/careers ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যেতে পারে। আবেদনের শেষ তারিখ ১৩ জানুয়ারি পর্যন্ত।
সায়েন্স সিটিতে মাধ্যমিক পাস
কলকাতার সায়েন্স সিটিতে টেকনিশিয়ান পদে মাধ্যমিক পাস প্রার্থী নিয়ােগ শুরু হয়েছে। মাধ্যমিক পাস ও সঙ্গে আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে। লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পােস্টে নিয়ােগ করা হবে।
https://sciencecity kolkata.org.in/wp-content/uploads/2021/12/ Application-Form.pdf- এই লিঙ্কে গিয়ে ফর্ম ডাউনলােড করে অ্যাপ্লিকেশন করতে হবে। নােটিস নম্বর : ০১/২০২১। আবেদনের শেষ তারিখ
১০.০১.২২।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলাে JU-তে রিসার্চ ফেলােশিপ (Faculty Council of Engineering & Technology, Faculty of Science, and Faculty of interdisciplinary Studies, Law & Management) পদে চাকরির জন্য দ্রুত আবেদন করুন। বিজ্ঞপ্তি নম্বর 1639048059। আগামিকাল পর্যন্ত আবেদন করা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.