নতুন বছরের জানুয়ারিতে চাকরির নিয়োগ। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

নতুন বছরের জানুয়ারিতে চাকরির নিয়োগ।

Job in January 2022

রাজ্যে রূপশ্রী প্রকল্পে নিয়ােগ :


উত্তর ২৪ পরগনা জেলায় রূপশ্রী প্রকল্পে নিয়ােগ হতে চলেছে। প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট্যান্ট ও ডেটা এন্ট্রি
অপারেটর পদে নিয়ােগ করা হবে। DPMU, Rupashree Prakalpa, North 24 Parganas-431 আওতায় ১৯টি পদে হবে এই নিয়ােগ। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরি-প্রার্থীকে উত্তর ২৪ পরগনার অফিশিয়াল ওয়েবসাইট
http://north24parganas.gov .in-এ নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ জানুয়ারি। আবেদনকারীকে কমার্সে গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

কর্মী নিয়ােগ করছে SEBI :

অ্যাকাউন্ট ম্যানেজার পদে ১২০ জন জনকে নিয়ােগ করছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বাের্ড অফ ইন্ডিয়া (SEBI)। বিভিন্ন বিভাগে (জেনারেল, রিসার্চ, লিগাল) নিয়ােগ হবে। আবেদন করতে হবে ২৪ জানুয়ারির মধ্যে
https://www.sebi.gov. in এই ওয়েবসাইটের মাধ্যমে।

দিল্লি ইউনিভার্সিটিতে একাধিক চাকরি :

লাইব্রেরিয়ান, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট, জুনিয়র
অ্যাসিসট্যান্ট, লাইব্রেরি অ্যাটেনডেন্ট, এমটিএস (MTS) ও ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট পদে নিয়ােগ হবে। শূন্যপদ ১৯ টি। দিল্লি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি নম্বর 01/2022,- এ আবেদন করুন। আবেদন শেষের তারিখ
২০ জানুয়ারি, ২০২২।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad