নিজামদের ইতিহাস মুছে যাবে, তীব্র আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

নিজামদের ইতিহাস মুছে যাবে, তীব্র আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার।

Himanta Biswa Sarma in Hyderabad

হায়দরাবাদ : গত রবিবার তেলেঙ্গানায় এআইএমআইএম (AIMIM) নেতা আসাসউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) ও তার পরিবারকে আক্রমণ করতে গিয়ে মুঘল ও নিজামকেও একহাত নেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।


এদিন ওরঙ্গলে দলীয় কর্মীদের সভায় বক্তব্য রাখতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ভারতের ইতিহাস বলে, বাবর, ঔরঙ্গজেব,নিজামরা বেশিদিন টিকতে পারে না। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রসঙ্গটিও তিনি তুলে ধরেন। যা নিয়ে সৃষ্টি হয় প্রবল বিতর্ক। 

রাজ্যের শাসকদল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (TRS) অভিযোগ করে বিজেপি (BJP) ঐক্যবদ্ধ ভারতের ধারণাকে নষ্ট করছে।

কী বলেছেন হিমন্ত ?

তিনি দাবি করেন, যেভাবে ৩৭০ ধারা বাতিল হয়েছে, রাম মন্দিরের নির্মাণ শুরু হয়েছে, সেভাবেই নিজাম-ওয়েইসির নাম মুছে দেওয়া হবে। সেই দিন বেশি দূরে নয়। তিনি কটাক্ষ করে বলেন “আমি নিশ্চিত যে নিজামের উত্তরাধিকারের অবসান ঘটবে এবং ভারতীয় সভ্যতার উপর ভিত্তি করে একটি নতুন সংস্কৃতির উদ্ভব হবে। নতুন ভারতে ওয়েইসি, ঔরঙ্গজেব এবং বাবরের জন্য কোনও জায়গা থাকবে না।” তেলেঙ্গানায় স্বৈরতান্ত্রিক শাসন চলবেনা বলেও তিনি মন্তব্য করেছেন। তাঁর কথায়, দেশে কোনও একনায়ক মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী থাকলে জরুরি অবস্থার মতাে পরিস্থিতি তৈরি হয়।

এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে TRS বিধায়ক এবং মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (K. Chandrashekar Rao)কন্যা কালভাকুন্তলা কবিতা বলেন বিজেপি ঐক্যের ধারণাকে ধ্বংস করছে। তার কথায়, “আজ আপনার মন্তব্য তেলেঙ্গানার গৌরবময় ইতিহাস মুছে ফেলার বিজেপির যে অভিপ্রায়, তা ফের স্পষ্ট করেছে। ঐক্যের ভাবনা নিয়ে আপনার দল কেন এত আতঙ্কিত ? আপনি ২০১৮ সালের তেলেঙ্গানার রায় ভুলে গিয়েছেন, যেখানে বিজেপি ১০৭ টি আসনে জামানত হারিয়েছে?”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad