অম্বিকা রায় আপনার হাতে সময় খুব কম, সাবধান! কল্যাণীর বিজেপি বিধায়ককে খুনের হুমকি দিয়ে একাধিক পােস্টার। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

অম্বিকা রায় আপনার হাতে সময় খুব কম, সাবধান! কল্যাণীর বিজেপি বিধায়ককে খুনের হুমকি দিয়ে একাধিক পােস্টার।

Threatening poster against Ambika Roy

নদিয়া: "অম্বিকা রায় আপনার হাতে সময় খুব কম, আপনি সাবধান"। বিজেপি বিধায়ককে খুনের হুমকি দিয়ে একাধিক পােস্টার। থানার দ্বারস্থ বিধায়ক।


ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকায়। নদিয়ার কল্যাণী বিধানসভায় বিজেপি বিধায়ক অম্বিকা রায় (Ambika Roy)-কে খুনের হুমকি দিয়ে একাধিক পােস্টার দেখা যায়। কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অফিসের বাইরের দেওয়ালে একাধিক পােস্টার দেখা যায় যাতে লেখা থাকে, অম্বিকা ঠিকভাবে কাজ করুন, না হলে আপনার হাতে সময় খুব কম, সাবধান। এই পােস্টার সাধারণ মানুষের নজর পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়। পােস্টারগুলি দেখার পর তিনি কল্যাণী থানায় খবর দেন। বিজেপি বিধায়ক অম্বিকা রায় বলেন, আমার ব্যক্তিগত কারাে সঙ্গে কোন শত্রুতা নেই।রাজনৈতিক কারণেই এই পােস্টারগুলি লাগানো হয়েছে। আর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কার্যত আমাকে খুনের হুমকি দিয়ে এই পােস্টার লাগিয়েছে।

 দিন কয়েক আগে গয়েশপুর এলাকায় একটি খুনের ঘটনা ঘটে, এর পাশাপাশি গয়েশপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা বিজেপি কর্মীরা আক্রান্ত হয়। সেখানেও আমি প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। আমি এই পােস্টারের ঘটনার পর কল্যাণী থানায় আমার ওপর খুনের হুমকর লিখিত অভিযােগ দায়ের করেছি।

যদিও বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের তােলা সমস্ত অভিযােগ অস্বীকার করেছে কল্যাণী শহর তৃণমূল সভাপতি অরূপ মুখােপাধ্যায়। তিনি বলেন,অম্বিকা রায়ের কোনও সংগঠন নেই। তাকে সাধারণ মানুষ আর দেখতে পায় না। এই কারণেই বিজেপির মধ্যে গােষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। যদিও লিখিত অভিযােগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad