"সিধু খুব নিষ্ঠুর মানুষ, বাড়ি থেকে বের করে দিয়েছিলেন মাকেও" প্রবাসী বােন সুমনের অভিযােগ ঘিরে চাঞ্চল্য। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

"সিধু খুব নিষ্ঠুর মানুষ, বাড়ি থেকে বের করে দিয়েছিলেন মাকেও" প্রবাসী বােন সুমনের অভিযােগ ঘিরে চাঞ্চল্য।

Sidhu is cruel man , Suman Toor

চণ্ডীগড় : বিরােধী রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক প্রতিপক্ষ নয়, পরিবার থেকেই চরম আক্রমণের স্বীকার হলেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু।


নির্বাচনের আগে পারিবারিক বিবাদে জর্জরিত সিধু যেমন নিজে প্রবল অস্বস্তিতে পড়েছেন, তেমনই তাঁর দল কংগ্রেসকে -ও বিড়ম্বনায় ফেলেছেন।

ক্রিকেটের ময়দান থেকে আচমকা রাজনীতিতে ঝাঁপিয়ে পড়া সিধুর বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযােগ তুলে সরব হয়েছেন তাঁরই প্রবাসী বােন সুমন তুর (Suman Toor) শুক্রবার চণ্ডীগড়ে তিনি অভিযােগ করেন, নভজ্যোৎ সিং সিধু ১৯৮৬ সালে তাঁর বাবার মৃত্যুর পর বৃদ্ধ মাকে ত্যাগ করেছিলেন। সে কারণেই তাঁর মা ১৯৮৯ সালে দিল্লি রেলওয়ে স্টেশনে নিঃস্ব হয়ে মারা গিয়েছিলেন।

শুক্রবার চণ্ডীগড়ে সাংবাদিকদের সামনে দাদা নভজ্যোৎ সিধুর বিরুদ্ধে এইসব অভিযােগ আনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সুমন। তিনি বলেন, তাঁর বাবার ‘ভােগ অনুষ্ঠানের পরেই সিধু তাঁর মাকে বাড়ি থেকে বের করে দেন। তিনি আরোও বলেন, সিধু মিথ্যা বলেছেন যে, তাঁর বাবা-মা আইনিভাবে আলাদা হয়ে গিয়েছিলেন। সিধু তখন তাঁর বয়স ২ বছর বলে দাবি করেছিলেন,কিন্তু সেটা একেবারেই মিথ্যা। এই কথা বলতে বলতে সুমন একটি পুরনাে পারিবারিক ছবিও সাংবাদিকদের দেখান।

সুমনের অভিযােগ, সিধু একজন অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি। সিধু যে তাঁদের বাবা-মার সম্পর্কে মিথ্যা বলেছেন সেই অভিযােগের প্রেক্ষিতে প্রমাণ রয়েছে তাঁর কাছে। সুমন দাবি করেন, গত ২০ জানুয়ারি সুমন সিধুর সঙ্গে দেখা করে এই সব বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। তবে সিধু নাকি দেখা করেননি তাঁর সঙ্গে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad