পুণে : মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসের চরিত্রে অভিনয় করে দলকে বেকায়দায় ফেললেন এনসিপি (NCP)-র অভিনেতা-সাংসদ অমল কোলে।
সম্প্রতি সােশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে অমল কোলে (Amol Kolhe) অভিনীত শর্ট ফিল্ম ‘ম্যায়নে গান্ধী কো কিউ মারা’র ট্রেলার। ২ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিও ট্রেলার প্রকাশ হতেই মুখ পুড়েছে মহারাষ্ট্রের ন্যাশনাল কমিউনিস্ট পার্টির (NCP)।
চিরকালই মহাত্মা গান্ধীর খুনির বিরােধিতায় বরাবরই সরব হতে দেখা গিয়েছে শরদ পাওয়ারের দল NCP-কে। সেই দলেরই একজন সাংসদ হয়ে অমল কী করে গডসের চরিত্রে অভিনয় করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। বিতর্ক ছড়িয়েছে সােশ্যাল মিডিয়াতেও। এরপরই পরিস্থিতি সামল দিতে সােশ্যাল মিডিয়ায় বিবৃতি দেন মারাঠি টেলিভিশন এর এই জনপ্রিয় অভিনেতা। বাস্তব জীবনের সঙ্গে পর্দার জীবনকে পৃথক করে দেখার জন্য সকলের কাছে আর্জি জানান শিরুর কেন্দ্রের এনসিপি সাংসদ অমল কোলে।
Amol Kolhe, NCP MP and actor, has been criticised by his own party leaders, along with the opposition for his role as #NathuramGodse in the upcoming movie “Why I Killed Gandhi”.
— HT Pune (@htpune) January 21, 2022
(Reports Abhay Khairnar)https://t.co/Wyh2SFnt6p
ফেসবুকে লেখেন, “এমন কিছু চরিত্র আসে যার আদর্শে বিশ্বাসী নই, কিন্তু শিল্পী হিসাবে সেই চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জের হয়। নাথুরাম গডসের চরিত্রটি তেমনই। ব্যক্তিগত-ভাবে আমি গান্ধীজীর হত্যাকারীর পূজারি নই। তার ভাবমূর্তি উজ্জ্বল করতেও চাই না।” একই সঙ্গে জানান, ছবিটি ২০১৭ সালে শুটিং করা হয়েছিল। শর্ট ফিল্মটির নির্মাতারা জানিয়েছেন, মূলত এটি কোর্টরুম ড্রামা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.