জার্মানিতে ধৃত লুধিয়ানাকাণ্ডে জড়িত খালিস্তানি জঙ্গি জসবিন্দর সিং মুলতানির বিরুদ্ধে মামলা NIA এর। ছক ছিল ISI এর সাহায্যে মুম্বই হামলার। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ১ জানুয়ারী, ২০২২

জার্মানিতে ধৃত লুধিয়ানাকাণ্ডে জড়িত খালিস্তানি জঙ্গি জসবিন্দর সিং মুলতানির বিরুদ্ধে মামলা NIA এর। ছক ছিল ISI এর সাহায্যে মুম্বই হামলার।

Nia registers case against Jaswinder Sing Multani


লুধিয়ানা :
পাঞ্জাবের লুধিয়ানা কোর্টে বিস্ফোরণ কাণ্ডের প্রধান মূলচক্রী 'শিখস ফর জাস্টিস' (SFJ)-র জসবিন্দর সিং মুলতানি (Jaswinder Singh Multani)-র বিরুদ্ধে মামলা দায়ের করল জাতীয় তদন্ত কমিশন (NIA)।


সংবাদ সংস্থা সূত্রে খবর,বৃহস্পতিবার নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর সদস্য জসবিন্দর সিং মুলতানি ও অন্য খলিস্তানিদের একটি মামলা রুজু করছে NIA ।

নিরাপত্তামহলে উদ্বেগ বাড়িয়ে তদন্তকারীরা জানিয়েছেন, ভারতকে রক্তাক্ত করার ষড়যন্ত্র করছে পাক গুপ্তচর সংস্থা
আইএসআই (ISI) ও খলিস্তানি জঙ্গিরা। পাকিস্তানের মদতে দেশের বাণিজ্যনগরী মুম্বই-সহ একাধিক জায়গায় নাশকতার ছক কষছিল লুধিয়ানা বিস্ফোরণে জড়িত ধৃত জঙ্গি জসবিন্দর। তবে তার এই পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে।

পাক সীমান্তে দিয়ে অস্ত্রের চোরাচালানের তদন্তে নেমে গােয়েন্দা নজরে আসে জসবিন্দর। এর পরই মােদি সরকারের তরফে তাকে গ্রেফতারের অনুরােধ করা হয় জার্মান সরকার-কে। এরপরই গত সােমবার মধ্য জার্মানির এরফুট থেকে জসবিন্দরকে গ্রেফতার করে জার্মান পুলিশ।

সম্প্রতি একাধিক বিচ্ছিন্নতামূলক কর্মকাণ্ডে জসবিন্দরের নাম জড়িয়েছিল। ৪৫ বয়সী জসবিন্দর হােসিয়ারপুরের প্রাক্তন বাসিন্দা।

সূত্রের খবর, মুলতানিকে ভারতে প্রত্যর্পণ করার বিষয়ে শীঘ্রই জার্মান কর্তৃপক্ষের সহযােগিতা চাইবে NIA । তাকে জেরা করতে এনআইএ-র একটি দল জার্মানিতে পৌঁছতে পারে।

শুক্রবার NIA জানিয়েছে, “ভারত থেকে পাঞ্জাবকে আলাদা করার লক্ষ্যে জসবিন্দর সিং মুলতানি ও বিদেশের বেশ কিছু খলিস্তানিপন্থী গােষ্ঠী রাজ্যের যুবক -দের অনলাইনে সােশ্যাল মিডিয়ার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। পাঞ্জাবে নাশকতা ছড়ানাের জন্য তাদের তহবিল গড়ে তােলা থেকে অস্ত্র ও বিস্ফোরক পাচারের কাজে লাগানাে হচ্ছে।

এছাড়াও মুলতানি ISI এর সঙ্গে জোট বেঁধে মুম্বই ও অন্যান্য এলাকায় জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল।” আপাতত তার কাছ থেকে আরও তথ্য বের করার চেষ্টায় রয়েছেন গোয়েন্দারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad