Post Poll Violence: রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্তদের হদিস দিতে পারলে মাথাপিছু ৫০ হাজার টাকা ঘোষণা CBI এর - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

Post Poll Violence: রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্তদের হদিস দিতে পারলে মাথাপিছু ৫০ হাজার টাকা ঘোষণা CBI এর

Post poll violence cbi announced 50 thousand

একুশের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনায় শনিবার ৯ জন অভিযুক্তকে ফেরার ঘােষণা করল সিবিআইয়ের (CBI) স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। একইসঙ্গে তাদের মাথাপিছু নগদ ৫০ হাজার টাকার পুরস্কারও ঘােষণা করা হয়েছে। অর্থাৎ, এই ফেরার অভিযুক্তদের সম্পর্কে কোনও তথ্য বা হদিশ দিতে পারলে পুরস্কৃত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


অভিযুক্তদের সম্পর্কে যে বা যারা সন্ধান দেবেন, তাঁদের নাম-পরিচয় গােপন রাখা হবে বলেও জানিয়েছেন গােয়েন্দারা। এর আগে CBI শুক্রবার একই বয়ানে পাঁচ ফেরারের নামে হুলিয়া জারি করে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভােট-পরবর্তী হিংসার অভিযােগে তদন্তভার হাতে নেয় সিবিআই। তদন্তে নেমে বহু অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। তবে উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল ও দত্তপুকুরের দুটি ঘটনায় অভিযুক্তদের সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

CBI সূত্রে খবর, জগদ্দলে একটি খুনের ঘটনায় তিন অভিযুক্ত সুমিত যাদব, তার ভাই গুড়ু যাদব ও পঙ্কজ দাস এখনও অধরা। পাশাপাশি, দত্তপুকুরের আরেকটি খুনের ঘটনায় নাজির হােসেন, কবির হােসেন, সানজির হােসেন, জাহাঙ্গির হােসেন, নাসির আলি ও নাসিরউদ্দিন, এই ছয় অভিযুক্তকে ফেরার ঘােষণা করা হয়েছে। তাদের ধরতে এবার নগদ ৫০ হাজার টাকা পুরস্কার ঘােষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর আগে, শুক্রবার ভােট-পরবর্তী হিংসায় কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় অমিত দাস, টুম্পা দাস, অরূপ দাস, সঞ্জয় বারিক ও প্রিয়া বারিক, এই পাঁচ জন অভিযুক্তের নাম ও ছবি-সহ মাথা পিছু নগদ ৫০ হাজার টাকার পুরস্কার ঘােষণা করছে সিবিআই।

একুশের নির্বাচন-পরবর্তী সন্ত্রাস সংক্রান্ত এই প্রথম কোনও মামলায় অভিযুক্তদের খোঁজ পেতে সংবাদপত্রে বিজ্ঞাপন ও লিফলেট বিলি করে সিবিআইয়ের যােগাযােগের নম্বর-সহ নগদ ৫০ হাজার টাকা পুরস্কারের কথা ঘােষণা করল কেন্দ্রীয় গােয়েন্দা সংস্থা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad