সম্প্রতি তালিবানরা একের পর এক ফতােয়া জারি করে রেখেছে আফগানিস্তানে। আবারও সেদেশে তালিবানরাজের আরেক বিচিত্র ছবি প্রকাশ্যে এল।তাদের এবার নজর পড়েছে শপিংমল ও দোকানে রাখা ম্যানিকিউনদের (Mannequin) ওপরে। তারা ওই নিষ্প্রাণ পুতুলদের মুণ্ডচ্ছেদ করার হুমকি দিয়েছে। কিন্তু কেন? তাদের দাবি, এই ধরনের ম্যানিকিউন, যা আসলে পুতুল,তাদের রাখাও নাকি শরিয়ত আইনের বিরােধী! তাদের এমন আচরণ থেকে এটা পরিষ্কার যে গত আগস্টে কাবুল দখল করার পর থেকে যতই অতীত ভুলে তারা অপেক্ষাকৃত সফট তালিবান এর মিথ্যে প্রতিশ্রুতি শােনাক, তালিবান আছে সেই তালিবানেই।
তালিবান জেহাদিরা প্রদেশের দোকানদারদের নির্দেশ দিয়েছে। জানিয়ে দিয়েছে, দোকান থেকে ম্যানিকুইনগুলি সরিয়ে ফেলা না হলে তাদের মাথা কেটে ফেলা হবে। স্বাভাবিক ভাবেই এমন আজব ফতোয়ায় যথারীতি অস্বস্তিতে দোকানদারেরা। তাঁরা জানিয়েছেন, এই ধরনের ম্যানিকুইনের দাম প্রায় ৭ থেকে ১৪ হাজার টাকা। ফলে সেগুলি সরিয়ে ফেললে মুখ থুবড়ে পড়া দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে আরও বড় ক্ষতির সম্মুখীন হয়ে পড়বেন তাঁরা। সেই কারণেই তালিবান কিছুটা দয়ালু মনোভাব দেখিয়ে জানিয়েছে,দোকানে মুণ্ডহীন ম্যানিকিউনগুলি রাখা যেতে পারে। কিন্তু তাতেও খুশি নন ব্যবসায়ীরা। তাঁদের মতে, এতেও ব্যবসায় ক্ষতিই হবে। কিন্তু সেই অনুরোধে মন ভিজেনি জেহাদিদের। তারা জানিয়ে দিয়েছে, এর থেকে বেশি কোনও ছাড় দেওয়া যাবে না।
তালিবানিদের এই কড়া আচরণ নতুন নয়। এর আগে গত আগস্ট মাসে আফগানিস্তান দখল করার পর থেকেই ক্রমশ সামনে এসেছে তাদের নির্মম চেহারা। যা আগের বারের মতােই ভয়ানক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.