আবারও উত্তপ্ত কাশ্মীর। জঙ্গিদমনে বড় সাফল্য যৌথ বাহিনীর। পুলওয়ামায় নিকেশ জইশ-ই-মহম্মদের ৩ জঙ্গি। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

আবারও উত্তপ্ত কাশ্মীর। জঙ্গিদমনে বড় সাফল্য যৌথ বাহিনীর। পুলওয়ামায় নিকেশ জইশ-ই-মহম্মদের ৩ জঙ্গি।

শ্রীনগর : কাশ্মীর উপত্যকায় জারি সেনা-জঙ্গি সংঘর্ষ।


বুধবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) পুলওয়ামায় শুরু হয়েছে সেনা-জঙ্গি সংঘর্ষ। শেষ খবর পাওয়া অবধি তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তারা পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ Jaish-e-Mohammed জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেই গােপন সূত্রে নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে যে পুলওয়ামার চান্দগ্রাম এলাকায় বেশ কিছু জঙ্গি আত্মগােপন করে আছে। এরপরই ভােরবেলায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে তল্লাশি অভিযানে নামে। কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। জানা গিয়েছে রাত পর্যন্ত তিন জঙ্গি খতম হয়েছে ।

কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, “এদিনের এনকাউন্টারে তিনজন জঙ্গিকে খতম করা হয়েছে। জানা গিয়েছে ওই তিনজন জঙ্গি জইশ-ই-মহম্মদ জঙ্গি গােষ্ঠীর সঙ্গে জড়িত। এদের মধ্যে একজন আবার পাক নাগরিক।

সংঘর্ষস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২টি এম-৪ কার্বাইন ও একটি এক সিরিজের রাইফেল উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, এই নিয়ে নতুন বছরের পাঁচ দিনের মধ্যেই আট জন জঙ্গিকে খতম করা হল। এদের মধ্যে একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীও ছিল। একের পর এক জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য মিলছে বলেই জানানাে হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে।

সোমবার নিরাপত্তা বাহিনী জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈবার এক শীর্ষ কমান্ডার সহ আরেক জঙ্গিকে খতম করে । শ্রীনগরের শালিমার গার্ডেনের কাছে ৩০ বছর বয়সী লস্কর কমান্ডার সালিম প্যারায়কে নিকেশ করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ওই জওয়ান বন্দিপােরা জেলার হাজিনের বাসিন্দা ছিল বলে জানা গিয়েছে। তার আগে মঙ্গলবার কুলগাম জেলাতেও দুই জঙ্গিকে খতম করা হয় এনকাউন্টারে।

পুলিশের বিবৃতি অনুযায়ী, কুলগামে ওকি গ্রামে লুকিয়ে ছিল ওই জঙ্গিরা। পুলিশ ও সিআরপিএফ (CRPF)-র দুই ব্যাটেলিয়ন সেখানে তল্লাশি অভিযান চালালেই জঙ্গিরা তাদের উপর গুলি চালায়। এরপরই শুরু হয় সংঘর্ষ। মৃত দুই জঙ্গির কাছ থেকে একে-৪৭ রাইফেল, পিস্তল সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। ১ জানুয়ারিতেও জম্মু কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখার কাছে এক পাকিস্তানি জঙ্গিকে অনুপ্রবেশ করার সময় গুলি করে খতম করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad