ভাটপাড়ার মানিকপীরে বহু প্রাচীন মন্দিরে শিবের মূর্তি ভাঙল একদল দুষ্কৃতী। প্রতিবাদ করায় আক্রান্ত বিজেপি নেতা। রাজ্য জুড়ে অরাজকতা চলছে : অর্জুন সিং। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

ভাটপাড়ার মানিকপীরে বহু প্রাচীন মন্দিরে শিবের মূর্তি ভাঙল একদল দুষ্কৃতী। প্রতিবাদ করায় আক্রান্ত বিজেপি নেতা। রাজ্য জুড়ে অরাজকতা চলছে : অর্জুন সিং।

Vandalised of shiv idol in Bhatpara


ব্যারাকপুর: রাতের অন্ধকারে বহু প্রাচীন জাগ্রত মন্দিরে অধিষ্ঠিত শিবের মূর্তির গলা ভাঙল একদল দুষ্কৃতী। মঙ্গলবার ভাের রাতে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়ার মানিকপীর বাজারে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গােটা কাঁকিনাড়া এলাকা জুড়ে।

ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত বিজেপির ব্যারাক -পুর জেলার ওবিসি মাের্চার সম্পাদক গােপাল কুমার সাউ। শিবের মূর্তি ভাঙার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় মানিকপীরে। এদিন সকাল থেকেই মন্দির চত্বরে বিশাল পুলিশ বাহিনী মােতায়ন করা হয়।

ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) বলেন, 'সারা বাংলা জুড়ে অরাজকতা চলছে। জেহাদি, বুদ্ধিজীবীদের একাংশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিলিত হয়ে এই কর্মকান্ড ঘটিয়েছে। তাঁর অভিযােগ, এদিন সকাল থেকেই পুলিশ, তৃণমূলের লােকজন ও কাঁকিনাড়া অঞ্চলের অপরাধীরা মন্দির চত্বর ঘিরে রেখেছে। এমনকী সংবাদ মাধ্যমকে ছবি তুলতেও বাধা দেওয়া হয়েছে সেখানে।

বিজেপি সাংসদের দাবি, পুর ভােটে সাধারণ মানুষ যাতে ঘর থেকে বেরােতে না পারে তার জন্য আগে থেকেই জেহাদি শক্তি ও শাসকদল সাধারণ মানুষকে ভীত-সন্ত্রস্ত করে রাখতে চাইছে।

যদিও এই ঘটনা নিয়ে গােপাল রাউতের মন্তব্য, সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে অপরাধীকে গ্রেফতার করা হবে এবং তাদের যথাযথ শাস্তি দেওয়া হবে। তাছাড়া ঘটনার মদত-দাতাও রেহাই পাবে না, তাকে চিহ্নিত করা হবে। গোপাল রাউতের পাল্টা অভিযোগ বিজেপি (BJP) শান্ত ভাটপাড়ায় অশান্তি বাঁধানোর চেষ্টা চালাচ্ছে। তিনি আরোও বলেন ভগবান শিবের মূর্তি নতুন করে গড়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad