বিজয় মাল্য, নীরব মোদি ও মেহুল চোক্সীদের ১৮ হাজার কোটি টাকা ফিরে পেয়েছে ব্যাঙ্ক, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

বিজয় মাল্য, নীরব মোদি ও মেহুল চোক্সীদের ১৮ হাজার কোটি টাকা ফিরে পেয়েছে ব্যাঙ্ক, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র।

Vijay Mallya, Nirav Modi, Mehul Choksi

নয়াদিল্লি : কয়েক হাজার কোটি টাকা ব্যাঙ্কঋণ নিয়ে বিদেশে পলাতক তিন শিল্পপতি বিজয় মালিয়া, নীরব মােদি ও মেহুল চোকসিদের বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে ১৮ হাজার কোটি টাকা ফেরত পেয়েছে ব্যাঙ্কগুলি। সুপ্রিম কোর্টকে এমনই জানাল নরেন্দ্র মোদি সরকার। এর মধ্যে ৯৬৯ কোটি টাকার সম্পত্তি বিদেশ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।


বুধবার সুপ্রিম কোর্টে এ কথা জানিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফে জানানাে হয়েছে, ব্যাংকের বকেয়া না মেটানাে ও প্রতারণার দায়ে অভিযুক্ত তিন পলাতক শিল্পপতির সম্পত্তি নিলাম করে এই অর্থ উদ্ধার হয়েছে।

প্রতারণা করা টাকার ৮০ শতাংশের বেশি বাজেয়াপ্ত করেছে ইডি (ED)। বর্তমানে এই তিন পলাতক শিল্পপতির বিরুদ্ধেই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআই (CBI)।

কেন্দ্র জানিয়েছে, ব্যাঙ্কের ঋণ শােধ না করার জন্য ও প্রতারণার দায়ে অভিযুক্ত এই তিন শিল্পপতির সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি করে ১৮ হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে।

কেন্দ্রের তরফে আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে যে লােকগুলাে তারা কোর্ট থেকে রক্ষাকবচ পাচ্ছে। এমন পলাতক শিল্পপতির বিরুদ্ধে কোর্ট কড়া পদক্ষেপ না করায় এখনও ৬৭ হাজার কোটি টাকা পুরােপুরি ফেরত পাওয়া সম্ভব হয়নি।"

আর্থিক তছরুপ প্রতিরােধ আইনে সম্প্রতি যে সংশােধনী আনা হয়েছে তার অপব্যবহারের সম্ভাবনার দিকগুলি তুলে ধরে গত সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টে সরব হচ্ছেন অভিষেক মনু সিংভি, মুকুল রােহতগিরা।

গত ডিসেম্বর মাসে সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) জানিয়েছিলেন, বিজয় মাল্য, নীরব মোদি, মেহুল চকসীদের সম্পত্তি নিলাম করে সরকারি ব্যাংকগুলি ১৩ হাজার কোটি টাকার বেশি উদ্ধার করেছে। তবে পলাতক ওই তিন জনের কাছে ব্যাংকগুলির মােট কত টাকা বকেয়া রয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad