পাক সেনা ক্যাম্পে হামলা চালালো বালোচ বিদ্রোহীরা। মৃত্যু ৫০ জওয়ানের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

পাক সেনা ক্যাম্পে হামলা চালালো বালোচ বিদ্রোহীরা। মৃত্যু ৫০ জওয়ানের।

50 pak soldier killed by baloch national army

ইসলামাবাদ : কয়েকদিন পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের চিন সফর, আর তার আগেই নিজের দেশে চরম অস্বস্তিতে পড়তে হল তাঁকে। এর নেপথ্যে রয়েছে পাক সেনার উপর বালােচিস্তানের স্বাধীনতাকামীদের হামলা।


পাক সেনার দুই ক্যাম্পে বালােচ স্বাধীনতাকামীরা হামলা চালায়। এই হামলার জেরে অন্তত পক্ষে ৫০ জন পাক সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে বালােচ যােদ্ধাদের তরফ থেকে।

অবশ্য পাক সেনার দাবি এই হামলায় চারজন পাক সেনা প্রাণ হারিয়েছে। পাশাপাশি পাক সরকারের দাবি, সেনার জবাবি আক্রমণে ১৫ জন বালােচ বিদ্রোহী নিহত হয়েছে। এদিকে বহু পাক মিডিয়ার রিপাের্ট অনুযায়ী বালোচ বিদ্রোহীদের হামলায় ১০০ জন পাক সেনার মৃত্যু হয়ে থাকতে পারে।

জানা গিয়েছে, বালােচিস্তানে প্রদেশের পাঞ্জগুর জেলায় অবস্থিত সেনার দুই ক্যাম্পে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। একটি ভিডিও বিবৃতি জারি করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী বড় ধরনের হামলা নস্যাৎ করতে সক্ষম হয়েছে। এছাড়া পাক সেনার তরফ থেকে তাদের যােগ্য জবাব দেওয়া হয়েছে।

বালােচিস্তানের পাঞ্জগুর এবং ননাশকিতে এই হামলার পর সেনাবাহিনীর ১৫ জন বিদ্রোহীকেও নিহত করেছে।পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর (ISPR) বলছে, ‘সেনাবাহিনী ওই এলাকায় ক্লিয়ারেন্স অপারেশন শুরু করেছে যাতে এই সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad