Cattle Smuggling Case : গরু পাচার কাণ্ডে নয়া মোড়! ইডির হাতে গ্রেফতার গোরু পাচার কান্ডের মূলচক্রী অভিযুক্ত এনামুল হক। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

Cattle Smuggling Case : গরু পাচার কাণ্ডে নয়া মোড়! ইডির হাতে গ্রেফতার গোরু পাচার কান্ডের মূলচক্রী অভিযুক্ত এনামুল হক।

Enamul Haque arrested again

নয়াদিল্লি : গরু পাচার কাণ্ডে মূলচক্রী অভিযুক্ত এনামুল হককে গ্রেফতার করল এনফোর্সমেন্টডিরেক্টরেট (ED)।শনিবার তাকে আদালতে পেশ করা হয়। তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করে এনামুলকে সাতদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।


সূত্রের খবর, দিল্লিতে এনামুল হককে গ্রেফতার করে ইডি। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সিবিআই (CBI) এই মামলায় চার্জশিট পেশ করেছিল।

উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযােগে ২০২০ সালে আসানসােলের সিবিআই আদালতে আত্ম-সমর্পণ করে এনামুল। তারপর থেকেই সে জেল হেফাজতে ছিল। তারপর গত জানুয়ারি মাসে এনামুলের জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।

সূত্রের খবর অনুযায়ী এনামুলকে নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি। এর আগে ২০২০ সালে সিবিআই এনামুলকে গ্রেফতার করেছিল। সীমান্ত এলাকায় গোরু পাচারের অভিযােগ ওঠে প্রায়শই। এই পাচারকাণ্ডে একটি বড়সড় চক্রও কাজ করে। অভিযােগ, এরকমই একটি চক্র চালাতেন এনামুল। এই ঘটনায় বিএসএফ (BSF) কর্তাদের একাংশের সহযােগিতাও তিনি পেয়েছেন বলেই দাবি ইডি সূত্রে। এর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে সিবিআই তাঁকে হেফাজতে নিয়েছিল।

সূত্রের খবর, তদন্তকারীদের হাতে ইতিমধ্যেই একটি ডায়েরি উঠে এসেছে, সেটি এনামুলের কাছ থেকেই পাওয়া গিয়েছে বলে দাবী তদন্তকারী সংস্থা সূত্রে। সেই ডায়েরি অনুযায়ী গােরু পাচারকাণ্ডে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে। কে বা কারা এই টাকা পেয়েছেন, কোথা থেকে সেই টাকা এল,এর পিছনে আরও বড় কোনও মাথা আছে কি না সমস্ত কিছু জানতেই এনামুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

সম্প্রতি এই এনামুল হকের সূত্র ধরেই তৃণমূল সাংসদ অভিনেতা দেবকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই নিজাম প্যালেসে তাঁকে জেরা করেন। দেবকে জিজ্ঞাসা-বাদের পরই পিন্টু মণ্ডল নামে টলিউডের এক প্রযােজক-কেও তলব করে সিবিআই।

ইতিমধ্যেই এনামুল হকের কলকাতার বেশ কয়েকটি ঠিকানা এবং মুর্শিদাবাদের কয়েকটি স্থানে তল্লাশি চালানাে হয়। সিবিআইয়ের দাবি ছিল, এনামুল শুধু গােরু পাচারের সঙ্গে যুক্ত এমনই নয় চাল কল, আবাসন ও নির্মাণ শিল্প, পাথর খাদান, বালির কারবার-সহ একাধিক বেআইনি কারবারেও এনামুল যুক্ত বলে তদন্তকারীদের দাবি। কেন্দ্রীয় গােয়েন্দারা জানিয়েছিলেন তাঁর একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ১০০ কোটির বেশি টাকা পাওয়া গিয়েছে। এছাড়াও তাঁর নামে -বেনামে বহু সম্পত্তিরও হোদিস মেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad