নয়াদিল্লি : পঞ্চম পশুখাদ্য দুর্নীতি (Fodder Scam) মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের (RJD) সুপ্রিমাে লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)-কে দোষী সাব্যস্ত করল সিবিআই (CBI)-এর বিশেষ আদালত।পূর্বে এই সংক্রান্ত চারটি মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।
১৯৯৫-৯৬ সালে ডােরান্ডা ট্রেজারি থেকে ১৩৯ কোটি টাকারও বেশি টাকা তছরুপের অভিযােগে লালু প্রসাদকে দোষী সাব্যস্ত করল সিবিআইয়ের বিশেষ আদালত। শুক্রবার তাঁর শাস্তি ঘােষণা করা হবে বলেও CBI-এর তরফে জানানাে হয়েছে।পাঁচটি জালিয়াতি মামলাতেই মূল ষড়যন্ত্রকারী হিসেবে লালুর বিরুদ্ধে একাধিক অভিযােগ আনা হয়েছিল।
মঙ্গলবার সিবিআই আদালতের বিচারক এস কে শশী এই রায় দেন।এদিন লালুপ্রসাদ যাদব উপস্থিত ছিলেন আদালতে। সাজা ঘােষণা ১৮ ফেব্রুয়ারি।
Fodder scam: RJD chief Lalu Prasad Yadav convicted of fraudulent withdrawal from Doranda treasury by a CBI Special Court in Ranchi pic.twitter.com/J9AvvhmOjk
— ANI (@ANI) February 15, 2022
মঙ্গলবার পঞ্চম মামলার শুনানির জন্য সকালে আদালতে পৌঁছন লালু। শুনানি শেষে লালুকে দোষী সাব্যস্ত করে রায় দেন বিচারপতি সি কে শশী। এর আগে ২৯ জানুয়ারি দুপক্ষের যুক্তি শােনা শেষ হলেও রায় দেননি বিচারপতি শশী।
উল্লেখ্য,আগের চারটি মামলাতেই জামিন পেয়ে গিয়েছেন তিনি। রায় সামনে আসার পর আদালত ন্যায়বিচারই করেছে বলে মন্তব্য করেছেন জনতা দল ইউনাইটেড (JDU) নেতা নীরজ কুমার, বিজেপি নেতা সুশীল মােদি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.