ব্যারাকপুর: একেবারে ভােটের মুখে ভাঙন ধরল বাম দূর্গে।
সােমবার ভাটপাড়ার বাম যুব নেতা তনুপ সামন্ত অর্ধ শতাধিক কর্মী নিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের হাত ধরে যােগ দিলেন বিজেপিতে। এদিন জগদ্দলের মজদুর ভবনে আয়ােজিত পালাবদল পর্বে হাজির ছিলেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যােগ দেওয়া সঞ্জয় সিং ও প্রমােদ সিংবিজেপির যুব নেতা দীপঙ্কর ভট্টাচার্য, গৌতম সরকার-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন সাংসদ অর্জুন সিং (Arjun Singh) সংযোজন, শাসক দলের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য দলীয় কর্মীদের নিয়ে বাম যুব নেতা তনুপ সামন্ত বিজেপি -র পতাকা কাঁধে তুলে নিলেন।
চার পুর নিগমের ফলাফল নিয়ে অর্জুন সিংয়ের দাবি, রাজ্য নির্বাচন কমিশন কাঠের পুতুলে পরিণত হয়েছে। নবান্নের নির্দেশ মতাে নির্বাচন কমিশন কাজ করছে। ওই চার পুরসভা নির্বাচনে ভােট লুঠ হয়েছে। ভােট লুঠ করানাে হচ্ছে পুলিশকে দিয়ে। গণনা কেন্দ্রে সিসিটিভি (CCTV) ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপি (BJP) জিতলেও জোর করে লিখিয়ে নেওয়া হচ্ছে, যে তৃণমূল জিতেছে। ভাটপাড়া পুরবাের্ড দখলের ব্যাপারে তীব্র আশাবাদী তিনি। সাংসদ অর্জুন সিং বলেন, বাংলায় ৩৫৬ ধারা জারি করে নির্বাচন করালে অবাধ নির্বাচন সম্ভব।
Read more: অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যােগ দিলেন জগদ্দলের লড়াকু তৃণমূল নেতা সঞ্জয় সিং।
অপরদিকে বিজেপিতে যােগ দিয়ে একদা বাম যুবনেতা তনুপ সামন্ত বলেন, "বাংলা জুড়ে অত্যাচার ও জুলুম চলছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য দক্ষ নেতার হাত ধরলাম"। তনুপের দাবি, সিপিএম এখন সবুজ কমরেডে পরিণত হয়েছে। ভাটপাড়ায় সিপিএম নেতারা তৃণমূলের সঙ্গে আঁতাত করে চলছে। তাছাড়া এখানকার সিপিএম নেতারা তৃণমূলের সঙ্গে আঁতাত করে পরিবারের সদস্যদের চাকরি হাতিয়ে নিচ্ছে।
তনুপের অভিযােগ, তার বাড়িতে হামলা হওয়ার পর দলীয় নেতৃত্ব কেউ তার পাশে দাঁড়ায়নি। আগামীদিনে অনেক বামেরা দল ছেড়ে বিজেপিতে যােগ দেবেন বলে এদিন সাফ জানালেন প্রাক্তন এই বাম যুব নেতা।
অপরদিকে বিজেপিতে যােগ দিয়ে একদা বাম যুবনেতা তনুপ সামন্ত বলেন, "বাংলা জুড়ে অত্যাচার ও জুলুম চলছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য দক্ষ নেতার হাত ধরলাম"। তনুপের দাবি, সিপিএম এখন সবুজ কমরেডে পরিণত হয়েছে। ভাটপাড়ায় সিপিএম নেতারা তৃণমূলের সঙ্গে আঁতাত করে চলছে। তাছাড়া এখানকার সিপিএম নেতারা তৃণমূলের সঙ্গে আঁতাত করে পরিবারের সদস্যদের চাকরি হাতিয়ে নিচ্ছে।
তনুপের অভিযােগ, তার বাড়িতে হামলা হওয়ার পর দলীয় নেতৃত্ব কেউ তার পাশে দাঁড়ায়নি। আগামীদিনে অনেক বামেরা দল ছেড়ে বিজেপিতে যােগ দেবেন বলে এদিন সাফ জানালেন প্রাক্তন এই বাম যুব নেতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.