এশিয়াড জয়ী মহাভারতের ‘ভীম’ প্রবীণ কুমার সােবতির প্রয়াণ। মহাপ্রস্থানেও উপেক্ষিত তিনি। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

এশিয়াড জয়ী মহাভারতের ‘ভীম’ প্রবীণ কুমার সােবতির প্রয়াণ। মহাপ্রস্থানেও উপেক্ষিত তিনি।

Praveen Kumar Sobti died

মুম্বই : চলে গেলেন অভিনেতা ও সােনাজয়ী অ্যাথলিট প্রবীণ কুমার সােবতি (Praveen Kumar Sobti)। ১৯৮৮ সালে বি আর চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকে ভীমের ভূমিকায় অভিনয় করে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। মহাভারত'-এ ভীমের ভূমিকায় অভিনয়ের সুবাদে গােটা দেশ এশিয়াডে পদক জয়ী খেলােয়াড়কে চেনে।


“মহাভারত'-এর পাশাপাশি অমিতাভ বচ্চন অভিনীত
‘শাহেনশাহ' এবং ধর্মেন্দ্রর ‘লােহা' ছবিতে গুরুত্বপূর্ণ
ভূমিকায় অভিনয় করেন। পাশাপাশি 'আজ কা অর্জুন,
আজুবা’, ‘ঘায়েল’-এর মতাে জনপ্রিয় ছবিতে কাজ করেন
তিনি।

অভিনয়ে আসার আগে চারটি এশিয়াডে দুটি সােনা, একটি রুপাে, একটি ব্রোঞ্জ জিতেছিলেন। ১৯৬৮’র মেক্সিকো ও ১৯৭২’র মিউনিখ অলিম্পিকে অংশ নেওয়া প্রবীণ কুমার ছিলেন দেশের সর্বকালের সেরা হ্যামার ও ডিসকাস থ্রোয়ার। ১৯৬৬’র কমনওয়েলথেও হ্যামার থ্রোয়ে রুপাে জিতেছিলেন। তিনি ৫০টির বেশি সিনেমাতে অভিনয়ও করেছেন।

অভিনয় ছাড়ার পর যােগ দিয়েছিলেন রাজনীতিতে।জীবদ্দশায় পঞ্জাব সরকারের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। ২০১৩ সালে রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। প্রথমে আম আদমি পার্টির টিকিটে ভােটে লড়েছেন তারপর বিজেপিতে।

বিগত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। গত বছরের ডিসেম্বরে প্রবীণ কুমার জানিয়েছিলেন, তাঁর স্বাস্থ্য ভালাে না থাকায় তিনি বাড়িতেই থাকেন। খাওয়া-দাওয়ায় অনেক বিধিনিষেধ ছিল। বাড়িতে তাঁর দেখাশােনা করতেন স্ত্রী বীণা।

ঘটনা হল, তার মৃত্যুতে বলিউড যেন মুখ ফিরিয়ে রইল। যেমন মুখ ফিরিয়ে রইল রাজনীতি ও খেলার জগৎও। আচমকা হৃদরােগে আক্রান্ত হয়ে ৭৪ বছরের এই অভিনেতা সােমবার রাতে তার দিল্লির বাড়িতেই প্রয়াত হন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad