অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যােগ দিলেন জগদ্দলের লড়াকু তৃণমূল নেতা সঞ্জয় সিং । - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যােগ দিলেন জগদ্দলের লড়াকু তৃণমূল নেতা সঞ্জয় সিং ।

Tmc leader Sanjay Singh join bjp

ব্যারাকপুর: ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা তৃণমূলের লড়াকু নেতা সঞ্জয় সিং রবিবার বিকেলে সাংসদ অর্জুন সিংয়ের হাত ধরে কয়েশাে কর্মী নিয়ে বিজেপি -তে যােগ দিলেন।


এদিন সঞ্জয় সিং ছাড়াও তার ভাই প্রমােদ সিং ও শিক্ষক নেতা সুপ্রিয় বিশ্বাসও বিজেপিতে যােগ দিলেন। যােগদান কর্মসূচিতে এসে সাংসদ অর্জুন সিং (Arun Singh) বলেন সঞ্জয় সিং ও প্রমােদ সিংয়ের নেতৃত্বে ছয় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যােগ দিলেন। ২০১৯ সালে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সঞ্জয় সিং (Sanjay Singh)।

সাংসদের অভিযােগ,তৃণমূল কংগ্রেস এখন প্রাইভেট লিমিটেড কোম্পানীতে পরিণত হয়েছে। টাকা নিয়ে পুরসভা নির্বাচনে টিকিট দেওয়া হয়েছে।

সাংসদ অর্জুন সিংয়ের বক্তব্য, ব্যারাকপুরকে যুদ্ধক্ষেত্র তৈরি চেষ্টা করা হচ্ছে। যুদ্ধক্ষেত্র তৈরি করতে হলে সেনা ও সৈনিক-দের প্রশিক্ষণ নিতে হয় কিন্তু সেই ট্রেনিং তৃণমূলে নেই। এমনকি যারা যুদ্ধক্ষেত্র বানাতে চাইছে তারা লড়াইয়ের যােগ্য নয়। সাংসদের দাবি, সঞ্জয় সিং এর যােগ্য সম্মান মেলেনি তৃণমূলে। পুরভােটে সঞ্জয় সিং লড়াই করবে,সামনে আরও বড় চমক আসছে। সাংসদের আরও দাবি, শনিবার থেকে টেলার চলছে। দু-চারদিনের মধ্যে ছবি দেখতে পারবেন।

সদ্য গেরুয়া শিবিরে নাম লিখিয়ে সঞ্জয় সিং বলেন, টাকা দিয়ে অস্বচ্ছ ইমেজের লােকদের প্রার্থী করা হয়েছে। কিন্তু তাকে টিকিট দেওয়া থেকে বঞ্চিত করা হল। তাছাড়া ২০১৯ সালের মে মাসের পর দুর্দিনে দলের জন্য লড়াই করেছিলাম। তখন অনেককেই ময়দানে দেখা যায়নি। সঞ্জয় সিংয়ের বক্তব্য,তৃণমূল দলটা এখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানীতে পরিণত হয়েছে। টাকা নিয়ে টিকিট বিলি করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad