Assam Municipal Election: অসমের পুরভোটে বিরাট জয় পেল বিজেপি, ধারে কাছে নেই কংগ্রেস-সহ বিরোধীরা। শুভেচ্ছা মোদির। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

Assam Municipal Election: অসমের পুরভোটে বিরাট জয় পেল বিজেপি, ধারে কাছে নেই কংগ্রেস-সহ বিরোধীরা। শুভেচ্ছা মোদির।

গুয়াহাটি : আজ উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভােট গণনার ঠিক আগের দিন বাড়তি আত্মবিশ্বাস পেল বিজেপি (BJP)।

Assam municipal election bjp won huge margin

অসমের পুরসভা নির্বাচনে কার্যত ক্লিন সুইপ করল গেরুয়া শিবির। বিরােধী কংগ্রেস একেবারে ধুয়েমুছে সাফ। অন্যান্য বিরােধী দলগুলিও তেমন নজর টানতে পারেনি।


তাৎপর্যপূর্ণভাবে এবারই প্রথম ইভিএম (EVM) মেশিনে পুরভােট হয়েছিল অসমে। অসম নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী যে ৮০ টি পুরসভায় দিন দুয়েক আগে নির্বাচন হয়েছে তার মধ্যে ৭৭ টি তেই বিজেপি এবং জোটসঙ্গীরা বাের্ড গঠন করতে চলেছে। মাত্র একটি পুরসভায় বাের্ড গঠনে এগিয়ে কংগ্রেস। মাত্র ২টি পুরসভায় এগিয়ে অসম গণ পরিষদ (অগপ)।

আসনের নিরিখে ফলাফল আরও চমকপ্রদ। আসামের মােট ৯৭৭ আসনের মধ্যে বিজেপির দখলে গিয়েছে ৮০৭ টি। কংগ্রেসের দখলে মাত্র ৭১টি আসন। নির্দল এবং অন্যান্যরাও কংগ্রেসের থেকে বেশি আসন পেয়েছে। তাঁদের দখলে গিয়েছে ৯৯ টি আসন।

গত বছরের বিধানসভা নির্বাচনেও অসমে কংগ্রেস জোট প্রায় সমানে সমানে টক্কর দিয়েছে বিজেপিকে। মাত্র এক বছরের ব্যবধানে দ্রুত শক্তি হারিয়ে অসমে প্রায় প্রান্তিক শক্তিতে পরিণত হল কংগ্রেস। এই বিরাট সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত গেরুয়া শিবির। অসমের মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) এই জয়ের ক্রেডিট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে। প্রধানমন্ত্রী মােদি নিজেও অসমের জয় নিয়ে টুইট করেছেন। তিনি এই বিপুল জনসমর্থনের জন্য অসম-বাসীকে ধন্যবাদ জানিয়েছেন ।

অসমে বিজেপির এই জয় উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের
বিধানসভার ভােট গণনার আগে বিজেপি কর্মী সমর্থক-দের বাড়তি অক্সিজেন দেবে তাতে কোনোও সন্দেহ নেই।

মণিপুরের ভােট গণনার পর ভােটপরবর্তী সমীকরণেও এই ফলাফলের প্রভাব পড়তে পারে। মণিপুরে বিজেপি যদি একক শক্তিতে ক্ষমতা নাও দখল করতে পারে তাতেও এই ফলাফলের পর তাঁরা ক্ষমতা দখলের দিকে অনেকটা এগিয়ে থাকবে। কারণ, তাঁরা জয়ের কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে। প্রধানমন্ত্রী নিজেও
অসমের জয় নিয়ে টুইট করেছেন। তিনি এই বিপুল জয়ের জন্য অসমবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

মণিপুরের ভােট গণনার পর ভােটপরবর্তী সমীকরণেও এই ফলাফলে যথেষ্ট প্রভাব পড়তে পারে। মণিপুরে বিজেপি যদি একক শক্তিতে ক্ষমতা নাও দখল করতে পারে তাতেও এই ফলাফলের পর ক্ষমতা দখলের দিকে তাঁরা অনেকটা এগিয়ে থাকবে । কারণ, উত্তরপূর্ব ভারতে কংগ্রেস যেভাবে ক্রমশ জমি হারাচ্ছে, তাতে এনপিপি (NPP) বা এনপিএফ (NPF) এর মতাে ছােট দলগুলি তাঁদের সমর্থন করার আগে দু'বার ভাববে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad