কালিয়াচকে BSF জওয়ানকে হাঁসুয়ার কোপ। গুরুতর আহত। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২৬ মার্চ, ২০২২

কালিয়াচকে BSF জওয়ানকে হাঁসুয়ার কোপ। গুরুতর আহত।

কালিয়াচক : চোরাকারবারি বিএসএফের লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচক সীমান্ত।

Bsf jawan seriously attacked at kaliachak border

শনিবার ভােররাতে নওদা বিওপির ৭০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ বাধে। পাচারকারীরা বিএসএফ (BSF)-কে লক্ষ্য করে ইট,পাথর সহ ধারালাে অস্ত্র ছােড়ে।


ঘটনায় বিএসএফের এক আধিকারিক গুরুতর আহত হন। ওই আধিকারিকের পিঠে ধারালাে হাঁসুয়ার কোপ মারা হয়। তবে সীমান্ত রক্ষীবাহিনী এক পাচারকারীকে ধরে ফেলে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় ২৫০ বােতল কাফ সিরাপ৷ ধৃতের নাম নুরুদ্দিন শেখ (২৪)। কালিয়াচক থানার গােলাপগঞ্জ পঞ্চায়েতের ষাড়দা গ্রামে তার বাড়ি।

উদ্ধার হওয়া কাফ সিরাপ সহ ধৃতকে শনিবার বিকেলে গােলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন বিএসএফ
আধিকারিকরা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভােররাতে নওদা বিওপির ৭০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে পাহারা দিচ্ছিলেন। সেই সময় কয়েকজনকে ওই জওয়ানরা সীমান্তের কাছে সন্দেহজনকভাবে ঘােরাফেরা করতে দেখেন।বিএসএফ জওয়ানরা সেদিকে এগিয়ে যেতেই পাচারকারীরা তাদের সরিয়ে দেওয়ার জন্য ইট, পাথর ও ধারালাে অস্ত্র ছুড়তে শুরু করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, পাচারকারীদের সরিয়ে দিতে BSF জওয়ানরা কয়েক রাউন্ড গুলিও চালান।যদিও বিএসএফের তরফে গুলি চালানাের কথা অস্বীকার করা হয়েছে। পাচারকারীদের সরিয়ে দিয়ে বিএসএফ জওয়ানরা তাদের সতর্ক করেন। বিএসএফ জওয়ানরা সেদিকে এগিয়ে যেতেই পাচারকারীরা আরও মরিয়া হয়ে ওঠে।

জওয়ানরা ছুটে গিয়ে এক পাচারকারীকে ধরে ফেলেন।সেই মুহূর্তে পাচারকারীরা ধৃতকে বিএসএফের হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে বিএসএফের ওপর আক্রমণ করে। সেই মুহূর্তে তারা এক বিএসএফ জওয়ানের পিঠে হাঁসুয়া দিয়ে আঘাত করে বলে অভিযােগ। ঘটনার খবর পেয়ে বিএসএফ ব্যারাক থেকে আরও জওয়ানরা ছুটে গেলে পাচারকারীরা পালিয়ে যায়। আহত জওয়ানকে নিয়ে যাওয়া হয় ব্যারাকে।

পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে প্রায় ২৫০ বােতল কাফ সিরাপ উদ্ধার হয়। এছাড়াও পাওয়া যায় কয়েকটি ধারালাে অস্ত্র। বিএসএফের জিজ্ঞাসাবাদে নুরুদ্দিন স্বীকার করে, ১০ থেকে ১২ জন পাচারকারী সীমান্ত এলাকায় জড়াে হয়েছিল। প্রত্যেকের হাতে ধারালাে অস্ত্র ছিল। এদিকে বিএসএফ ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করেছেন বিএসএফ আধিকারিকরা।

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি গুলেরিয়া বলেন, শনিবার ভােররাতে নওদা বিওপির ৭০ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ হয়।সংঘর্ষে পাহারারত একজন বিএসএফ আধিকারিক গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থাতেও তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন।

আড়াইশাে বােতল কাফ সিরাপ সহ একজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় তল্লাশি চালিয়ে কয়েকটি ধারালাে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad