Higher Secondary Examination 2022 : আবার বদল উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি। ঘােষিত হল বদল হওয়া উচ্চ-মাধ্যমিকের রুটিন। এক নজরে দেখে নিন উচ্চ-মাধ্যমিকের নতুন রুটিন। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

Higher Secondary Examination 2022 : আবার বদল উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি। ঘােষিত হল বদল হওয়া উচ্চ-মাধ্যমিকের রুটিন। এক নজরে দেখে নিন উচ্চ-মাধ্যমিকের নতুন রুটিন।


কলকাতা : আবার বদল উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি।

Higher Secondary examination 2022

আসানসােল লােকসভা কেন্দ্র বালিগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনের  কারণে এই পরিবর্তন। এর আগে জয়েন্ট এন্ট্রান্সের সূচির সঙ্গে কোনও কোনও দিন উচ্চমাধ্যমিক এর পরীক্ষা মিলে যাওয়ায় কিছু বদল করেছিল উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার নতুন সূচি ঘােষণা করলেন খােদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


পরিবর্তিত সূচিতে যাঁরা জয়েন্ট এন্ট্রান্স দেবেন, তাদের একই সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে। যেমন ২১ এপ্রিল উচ্চমাধ্যমিক নেই। সেদিন জয়েন্ট এন্ট্রান্স আছে। আবার পরদিন ২২ এপ্রিল উচ্চমাধ্যমিক এর পদার্থবিদ্যার মতাে গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা আছে। আবার ২৪ ও ২৫ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স আছে, কিন্তু উচ্চমাধ্যমিকের সূচি নেই কিন্তু ২৬ এপ্রিল উচ্চমাধ্যমিক এর রসায়নের পরীক্ষা থাকবে। একই সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে বলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশের ওপর চাপ বাড়বে সন্দেহ নেই।

মুখ্যমন্ত্রী এই সমস্যার দায় চাপিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের ওপর। উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে আসানসােল ও বালিগঞ্জের উপনির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কমিশনের কাছে দরবার করেছিল তৃণমূল নেতৃত্ব। নবান্নও একই অনুরােধ করে দিল্লিতে কমিশনের সদর দপ্তরে চিঠি দিয়েছিল কিন্তু নির্বাচন কমিশন পরীক্ষার জন্য উপনির্বাচন পিছােতে পারবে না বলে বৃহস্পতিবার চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানিয়ে দেয় বলে নবান্ন সূত্রে খবর। তারপরই নবান্নে শিক্ষা দপ্তরের অফিসারদের নিয়ে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পরিবর্তিত পরীক্ষাসূচি ঘােষণা করেন। তিনি বলেন, ‘সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা ভােটের দিনক্ষণ পিছােতে বলেছিলাম, কিন্তু কমিশন সেই কথায় গুরুত্ব দেয়নি৷ তার কথায়, “বিজেপির কথায় খেপে খেপে নির্বাচন হচ্ছে।

নির্বাচন ও উচ্চমাধ্যমিক একসঙ্গে কীভাবে হবে?পরীক্ষার সময় প্রচার হলে পড়াশােনার ক্ষতি হয়। উত্তরপ্রদেশ,পঞ্জাবের সঙ্গে উপনির্বাচন হয়ে গেলে ভালাে হত৷' ছাত্র-ছাত্রীদের যাতে অসুবিধা না হয়, সেজন্য সকলকে তিনি ভােট প্রচারের সময় সবদিক খেয়াল রাখতে অনুরােধ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘ছাত্রছাত্রীদের অসুবিধা করে প্রচার করবেন না। ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষাকেন্দ্রে ভালােভাবে পৌঁছােতে পারে, সেদিকে একটু নজর দেবেন। একজন ছাত্রছাত্রীর কাছে এটা জীবনের বড় পরীক্ষা। এটা যেন আমাদের মাথায় থাকে।

মুখ্যমন্ত্রীর ঘােষিত সূচি অনুযায়ী ২ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হলেও নির্বাচনি প্রচারের কারণে ৬ থেকে ১৫ এপ্রিল কোনও পরীক্ষা রাখা হয়নি। তবে ১৬ এপ্রিল পরীক্ষা থাকলেও সেদিন আসানসােল ও বালিগঞ্জের উপনির্বাচনের গণনা নির্ধারিত আছে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কমিশনকে অনুরােধ করব, নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে যেন গণনাকেন্দ্র না করা হয়। সব দলের প্রার্থীদের বলব, যেন সন্ধ্যায় প্রচার তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়।

উচ্চমাধ্যমিকের পরিবর্তিত সূচি :

২ এপ্রিল : প্রথম ভাষা

৪ এপ্রিল : দ্বিতীয় ভাষা

৫ এপ্রিল : বৃত্তিমূলক পরীক্ষা। বিষয় (হেলথ কেয়ার, অটো-মােবাইল, অর্গানাইজ রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেক্ট্রনিক্স, টুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন)।

১৬ এপ্রিল : অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।

১৮ এপ্রিল : অর্থনীতির পরীক্ষা।

১৯ এপ্রিল : কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস।

২০ এপ্রিল : কমার্সিয়াল ল' অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলােজফি, সােশিওলজি।

২২ এপ্রিল : পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, হিসাবশাস্ত্র।

২৩ এপ্রিল : স্ট্যাটিস্টিক্স, ভূগােল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হােম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসাের্স ম্যানেজমেন্ট।

২৬ এপ্রিল : রসায়ন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি।

২৭ এপ্রিল : বায়ােলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad