নয়াদিল্লি : প্রথম দিনেই বক্স অফিস কাঁপালো বিবেক অগ্নিহােত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। ১১ মার্চ ছবিটি মুক্তি পেয়েই ব্যবসা করেছে ৩.৫৫ কোটি টাকার। দর্শকদেরও প্রশংসা কুড়িয়েছে কাশ্মীর গণহত্যা নিয়ে তৈরি এই ছবি। এবার প্রশংসাবার্তা এল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির কাছ থেকেও। পরিচালক প্রযােজক -রা দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
শনিবার পরিচালক বিবেক অগ্নিহােত্রী (Vivek Agnihotri) তার স্ত্রী তথা ছবির অন্যতম প্রধান অভিনেত্রী, পল্লবী যােশী এবং প্রযােজক অভিষেক আগরওয়াল দিল্লিতে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ছবিটির তারিফ করেছেন এবং টিম ‘দ্য কাশ্মীর ফাইলস’কে অভিনন্দনও জানিয়েছেন।
'THE KASHMIR FILES' TEAM MEETS PM MODI... #TheKashmirFiles producers #AbhishekAgarwal, #PallaviJoshi and #VivekRanjanAgnihotri [who has directed the film] met Hon. Prime Minister Shri #NarendraModi ji... The Prime Minister appreciated the team as well as the film. pic.twitter.com/OO27CsvT1n
— taran adarsh (@taran_adarsh) March 12, 2022
এদিকে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের বলিউডকে এক হাত নিয়েছেন কন্ট্রোভার্সি কুইন' কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সোশ্যাল মিডিয়ায় এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন তিনি, কিন্তু সেইসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি ছবির সাফল্য নিয়ে মুখে কুলুপ আঁটা ফিল্ম ইন্ডাস্ট্রির'। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “শুধুমাত্র ছবির বিষয় নয়, লক্ষ্য করুন মাত্র কয়েক দিনেই এই ছবি কী বিশাল ব্যবসা করেছে। চলতি বছরের সবচেয়ে সফল এবং লাভজনক ছবি হয়ে উঠতে পারে “দ্য কাশ্মীর ফাইলস'। অথচ দেখুন হিন্দি চলচ্চিত্র জগতের কেউ এই ছবি নিয়ে একটা কথাও বলছেন না। সকলে মুখে কুলুপ এঁটে রেখেছেন।”
কঙ্গনা আরও লিখেছেন, “বুলি-দাউদ (বলিউডকে ব্যঙ্গ করে) আর তার চামচারা, সব শােকে পাথর হয়ে গিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সাফল্য দেখে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.