মস্কো : ইউক্রেনে রুশ সেনার অভিযান বন্ধ করতে সরব অনেকেই। যুদ্ধের বিরােধিতায় কেউ পথে নেমে প্রতিবাদ করছেন, কেউ আবার সরব হয়েছেন নেট মাধ্যমে।
এই পরিস্থিতিতেই রুশ সেনার ইউক্রেন অভিযানে রাশ টানতে তাদের অভিনব প্রস্তাব দিলেন লিলি সামার্স (Lilly Summers)। তিনি একজন জনপ্রিয় প্রাপ্তবয়স্ক মডেল। পুতিনের সেনার উদ্দেশে তাঁর প্রস্তাব সেনারা যদি রাশিয়ার প্রেসিডেন্টের নির্দেশ অমান্য করেন, তা হলে যাঁরা অস্ত্র তুলবেন না, তাঁদের সঙ্গে তিনি যৌনতায় মত্ত হবেন।
লিলির এই চমকপ্রদ প্রস্তাব ইতিমধ্যেই নেট মাধ্যমে ভাইরাল। তবে এতেই শেষ নয়। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি লিলি ইউক্রেনের সেনাদের জন্যও বিশেষ একটি প্রস্তাব রেখেছিলেন। ব্যাড কিটি (Bad Kitty) নামের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছিলেন, প্রত্যেক রাশিয়ানের মৃত্যুর বিনিময়ে একটি করে নগ্ন ছবি দেবেন। প্রতিটি রুশ ট্যাঙ্ক ধ্বংস হলে একটি করে নগ্ন ভিডিও পােস্ট করবেন এবং রাশিয়ার যুদ্ধবিমান যে সেনা ধ্বংস করবেন, তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করবেন।
তাৎপর্যপূর্ণভাবে, লিলির দেওয়া এই সমস্ত প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও এক সংবাদ-মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে লিলি খুবই ‘চিন্তিত ও ‘উদ্বিগ্ন। তিনি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই টুইট করে চলেছেন। আর তার যাবতীয় টুইট থেকে এ কথা স্পষ্ট যে, তিনি ইউক্রেনকে সমর্থন করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.