মঞ্চে দাঁড়িয়ে ভুল জাতীয় সংগীত গেয়ে বিপাকে কাঁথি পুরসভার TMC কাউন্সিলর তথা শিক্ষিকা রীনা দাস। ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড়। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

মঞ্চে দাঁড়িয়ে ভুল জাতীয় সংগীত গেয়ে বিপাকে কাঁথি পুরসভার TMC কাউন্সিলর তথা শিক্ষিকা রীনা দাস। ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড়।

Tmc councillor Rina Das signs wrong national anthem

কাঁথি : মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে পথে নেমেছিল তৃণমূল (TMC)। মিছিল শেষে সভা করে তৃণমূল নেতৃত্ব, আর সেই সভাতেই ঘটে গেল বিপত্তি। সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। তিনি শুভেন্দু অধিকারী-কেও যথারীতি আক্রমণ করেন। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু বিপত্তি হল সভার অন্তিম লগ্নে। অনুষ্ঠান শেষ হওয়ার সময় জাতীয় সংগীত গাইলেন জেলার নেতা-নেত্রীরা। মাইক ছিল সদ্য নির্বাচিত কাউন্সিলর রীনা দাসের হাতে। আর তিনিই গেয়ে উঠলেন ভুল জাতীয় সংগীত। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে পড়ে।

মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি-র প্রতিবাদে কাঁথি শহরে একটি বিক্ষোভ সমাবেশের আয়ােজন করা হয়েছিল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে বক্তব্য রাখেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাপ্তি ঘােষণা করার কথা জানান যুব তৃণমূলের সভাপতি তথা অনুষ্ঠানের আয়ােজক সুপ্রকাশ গিরি। এরপর মাইক হাতে জাতীয় সংগীত শুরু করেন কাঁথি পুরসভার কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল রীনা দাস। তিনি শুধু কাউন্সিলর নন তিনি একটি স্কুলের পার্শ্বশিক্ষিকাও !

স্বভাবতই, শিক্ষিকা নিজেই ভুল জাতীয় সংগীত গাওয়ায় বিজেপি নেতৃত্বরা বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। ফেসবুকে শেয়ারের বন্যা বইয়ে দিয়েছেন। যদিও এই ঘটনা প্রসঙ্গে রীনাদেবীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad