TMC Leader Viral Video : ধর্ষণ নিয়ে প্রতিবাদ মিছিল হলেই 'ডান্ডা মেরে ঠান্ডা করে দেব!' ভাইরাল তৃণমূল নেতার হুমকি। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

TMC Leader Viral Video : ধর্ষণ নিয়ে প্রতিবাদ মিছিল হলেই 'ডান্ডা মেরে ঠান্ডা করে দেব!' ভাইরাল তৃণমূল নেতার হুমকি।

Tmc leader Afroz Sarkar, Murshidabad

মুর্শিদাবাদ : মাটিয়া থেকে হাঁসখালি একের পর এক ধর্ষণের ঘটনায় রাজ্য যখন তোলপাড়, তখন মুর্শিদাবাদের তৃণমূল নেতার মন্তব্যে উত্তেজনার আঁচ যেন আরও বাড়ল।


ধর্ষণ প্রসঙ্গে ভগবানগোলার ব্লক সভাপতি আফরোজ সরকারের বক্তব্য, ধর্ষণ হলে আগে তাঁর কাছে সেই ধর্ষণের প্রমাণ দিতে হবে। তারপর তিনি পুলিশে খবর দেবেন। তার আগে যদি কোনও ধর্ষণের ঘটনায় কেউ প্রতিবাদ করে, তবে তাদের ‘ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন বলেও জানিয়েছেন ওই নেতা। শুক্রবার আফরোজকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানেই তাঁকে এ ধরনের কথা বলতে শোনা যায়।

সম্প্রতি হাঁসখালি কাণ্ডের প্রতিবাদে বামেদের তরফে ভগবানগোলায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলের পরই বামেদের একহাত নেন এই ব্লক সভাপতি। ক্যামেরার সামনে সিপিএমকে তুলোধোনা করে বলেন, ‘এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে সরানো যাবে না। যদি সত্যিই ধর্ষণ হয়, আমাদের বলুক। আমরা বড়বাবুকে বলব, ওসি সাহেবকে বলব। প্রমাণ দেখাক যে ধর্ষণ করেছে। এমনি ফালতু ফালতু মিছিল করলে তো হবে না।' এরপর সিপিএমের উদ্দেশে হুমকির সুরে বলেন, 'যদি বেশি বাড়াবাড়ি করে, আমি কিন্তু ঠান্ডা করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশি যদি উলটোপালটা কথা বলে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। আমার নাম আফরোজ সরকার। আমি কোনও পদের ভয় করি না। সভাপতি থাকব কি থাকব না তাতে কোনও যায় আসে না।'

স্বাভাবিকভাবেই এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে সবাই। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি আফরোজের। তবে, এই বক্তব্যকে যে দল সমর্থন করে না, সেটা বুঝিয়ে দিলেন ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য,'কে কোথায় কী বলছে, সে সব না জেনে মন্তব্য না করাই ভালো। এইসব ছোটখাটো ব্লক সভাপতির খবর আমি জানি না।' একইসঙ্গে তিনি জানান, এই ধরনের মন্তব্যকে দল সমর্থন করে না।

আফরোজের মন্তব্যের প্রতিবাদ করেছে সিপিএমও। রাজ্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এরা এতটাই অনুপ্রাণিত যে, ঠিকমতো কথাও বলতে পারছে না। মুখ্যমন্ত্রীর উচিত আগে তাকে গ্রেপ্তার করা এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করা যাতে বোঝা যায় পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad