শ্রীনগর : কাশ্মীরে বড় ধাক্কা খেল জেহাদি নেটওয়ার্ক।
নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হয় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba)- র এক কুখ্যাত কমান্ডার-সহ দুই জঙ্গি। এর ফলে উপত্যকায় লস্করের ‘অপারেশন' অনেকটাই ব্যাহত হবে বলেই মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের বারামুলা জেলায় সন্ত্রাসবাদীদের গোপন ডেরার সন্ধান পায় সেনা-বাহিনী। তারপরই সেখানে অভিযান চালায় ফৌজ, আধাসেনা ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। গুলির শব্দে কেঁপে ওঠে বারামুলার মালওয়া এলাকা। বেশ কিছুক্ষণ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের পর নিহত হয় লস্কর কমান্ডার ইউসুফ কান্তরো (Yousuf Kantroo)-সহ দুই জঙ্গি।
কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার (Vijay Kumar) জানিয়েছেন, বদগাম জেলায় এক পুলিশকর্মী ও তাঁর ভাইয়ের হত্যায় জড়িত ছিল নিহত লস্কর জঙ্গি সেনাবাহিনীর এক জওয়ান ও নিরীহ মানুষের হত্যার নেপথ্যেও রয়েছে ওই সন্ত্রাসবাদী। এদিকে, সংঘর্ষে তিনজন জওয়ানও আহত হয়েছেন বলে খবর।
Top LeT #terrorist Commander Yousuf Kantroo killed in #Baramulla #encounter. He was involved in several #killings of civilians & SFs personnel including recent killing of JKP’s SPO & his brother, one Soldier and one civilian in #Budgam district. A big success for us: IGP Kashmir
— Kashmir Zone Police (@KashmirPolice) April 21, 2022
উল্লেখ্য, গত সপ্তাহে সোপিয়ান জেলার বদগামে খতম হয় অন্তত চার জঙ্গি। যদিও ঘটনাস্থলে পৌঁছনোর সময় দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর একটি গাড়ি উলটে যায়। তাতে দুই সেনা জওয়ান প্রাণ হারান। ওই এনকাউন্টারে নিহত জঙ্গিরা সকলেই লস্করের সদস্য ছিল।
সম্প্রতি কাশ্মীরে ফের জঙ্গিদের উপদ্রব বেড়েছে। এবার উপত্যকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে জেহাদিরা মূলত নির্বাচিত জনপ্রতিনিধি এবং ভিনরাজ্যের শ্রমিকদের
টার্গেট করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.