নয়াদিল্লি : নেহরু-গান্ধি পরিবারের বিরুদ্ধে ইয়েস ব্যাংক দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ঘিরে চাপ বাড়ল কংগ্রেসের ওপর।
ইয়েস ব্যাংক (Yes Bank) দুর্নীতিতে মূল অভিযুক্ত তথা ব্যাংকের সহ-প্রতিষ্ঠাতা রানা কাপুর ইডি (ED)-র কাছে জানিয়েছেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ভদরার (Priyanka Gandhi Vadra) থেকে বিখ্যাত চিত্রকর মকবুল ফিদা হুসেনের আঁকা একটি ছবি ২ কোটি টাকার বিনিময়ে কিনতে তাঁকে বাধ্য করা হয়েছিল। তাঁর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির চিকিৎসার জন্য ওই টাকা খরচ করেছিল গান্ধি পরিবার। বিশেষ আদালতে রানা কাপুরের বিরুদ্ধে ইডি যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে তাতে তাঁর ওই বক্তব্যগুলি নথিভুক্ত রয়েছে।
এহেন অভিযোগ শুনে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া রবিবার সাংবাদিক বৈঠকে বলেন, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন গান্ধি পরিবারের সদস্যরা যে চাপ দিতেন সেটা এই ঘটনায় স্পষ্ট। অপরদিকে কংগ্রেসের এক নেতা বলেন, ৫ হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত এক ব্যক্তির কাছ থেকে আর কীই বা আশা করা যায়?
রানা কাপুর ইডির কাছে দাবি করেছেন, যেহেতু তিনি মহার্ঘ শিল্পসংগ্রাহক নন, তাই হুমকির চাপে এবং নিজের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে দুটি শক্তিশালী পরিবারের সঙ্গে ব্যক্তিগত শত্রুতায় জড়িয়ে পড়তে চাননি। কাপুর জানান, প্রিয়াঙ্কা গান্ধি ভদরার দপ্তরে তাঁদের মধ্যে যাবতীয় আলোচনা হয়েছিল। মিলিন্দ দেওয়া গোটা প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে ছিলেন। তবে প্রিয়াঙ্কা তাঁকে ছবি বিক্রি করলেও গান্ধি পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কখনও সাক্ষাৎ হয়নি বলে ইডি-র কাছে দাবি করেন রানা।
২০২০ সালে ইয়েস ব্যাংক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন।রানা। বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেপাজতে রয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.