অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষের ছবিতে পানের পিক, এলাকায় চাঞ্চল্য। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ৪ এপ্রিল, ২০২২

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষের ছবিতে পানের পিক, এলাকায় চাঞ্চল্য।

Spit in Abhishek Banerjee and Saayoni Ghosh photo

খড়িবাড়ি : তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও সায়নী ঘােষের ছবিতে পানের পিক ফেলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল খড়িবাড়ির বাতাসিতে। ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের দাবিতে বুধবার খড়িবাড়ি থানায় অভিযােগ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।


মঙ্গলবারের এই ঘটনায় রাতেই তৃণমূল (TMC) কর্মীরা বাতাসি বাজারে বিক্ষোভ মিছিল করেন। কয়েকদিন আগে বাতাসি বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়ে একটি ব্যানার লাগানাে হয়। সেই ব্যানারে তৃণমূল যুবর রাজ্য সভাপতি সায়নী ঘােষ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল।

মঙ্গলবার সন্ধ্যায় দলের কয়েকজন কর্মী দেখতে পান, ওই ব্যানারে অভিষেক ও সায়নীর ছবিতে দুষ্কৃতীরা পানের পিক ফেলেছে। বিষয়টি জানাজানি হতেই এলাকার নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন জেলা সম্পাদক মুকুল সরকার ও তৃণমূল যুব কংগ্রেসের খড়িবাড়ি ব্লক সভাপতি কিশােরীমােহন সিংহ। তারা বলেন, ‘অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানাে হয়েছে প্রশাসনের কাছে। বিক্ষোভ মিছিলে ছিলেন তৃণমূল কংগ্রেসের খড়িবাড়ি ব্লক চেয়ারম্যান বাসুদেব রায়, রানিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীগেন সিং প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad