শিবমন্দিরের উদ্বোধন উপলক্ষে কলসযাত্রায় তৃণমূল বিধায়কের সঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিং, ঘর ওয়াপসির জল্পনা তুঙ্গে। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

শিবমন্দিরের উদ্বোধন উপলক্ষে কলসযাত্রায় তৃণমূল বিধায়কের সঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিং, ঘর ওয়াপসির জল্পনা তুঙ্গে।

Bjp mp Arjun Singh with tmc mla Somnath Shyam

ব্যারাকপুর : পাটশিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতেই বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) এর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে। এমনই প্রেক্ষাপটে বুধবার জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে শিবমন্দির উদ্বোধনে এসে পদযাত্রায় পা মেলালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ, সঙ্গে ছিলেন অর্জুন পুত্র ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। যদিও পদযাত্রা নিয়ে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি অর্জুন সিংয়ের।


এর আগে ‘পাটশিল্পের দাবি নিয়ে তিনি প্রয়োজনে তৃণমূলের মঞ্চে যেতে রাজি' এমন মন্তব্য করা অর্জুনের এদিন তৃণমূল বিধায়কের সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রাচীন ফক্করনাথ ভাটপাড়ায় শিবমন্দিরটি নতুন করে নির্মাণ হয়েছে। বুধবার ছিল সেই মন্দির উদ্বোধনের আগে কলসযাত্রা। ভাটপাড়া মোড় থেকে কাঁকিনাড়া ঘাট পর্যন্ত এই কর্মসূচিতে প্রথম সারিতে একসঙ্গে যাত্রা করেন সোমনাথ শ্যাম ও অর্জুন সিং। গঙ্গার ঘাটে পুজোর সময় সোমনাথের পাশেই ছিলেন অর্জুন-পুত্র পবন। বিষয়টি নিয়ে স্বয়ং অর্জুন সিং বলেন, “১০০ বছরের পুরনো মন্দির পুনর্নির্মাণ হয়েছে। প্রথম থেকেই আমরা একসঙ্গে জড়িত রয়েছি। এই পুজোয় কে আসছে কে আসছে না তা নিয়ে কোনও সমস্যা নেই। ধর্মীয় অনুষ্ঠানে যে কেউ আসতে পারে। সেখানে কাউকে আটকানো যায় না।”

অন্যদিকে সোমনাথ শ্যাম বলেন, “মন্দির কর্তৃপক্ষের তরফে নিমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম। ধর্মীয় কর্মসূচিতে প্রচুর মানুষ এসেছিলেন। আর ওই পদযাত্রায় আমি বাঁদিকেও দেখিনি, ডানদিকেও দেখিনি, তা কে আমার পাশে বা কাছে ছিল বলতে পারব না।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad