তিন বারের কাউন্সিলর, অবসরপ্রাপ্ত শিক্ষক ! ৩০ বছর ধরে ৬০ ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগে কেরলে ধৃত CPIM নেতা। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১৫ মে, ২০২২

তিন বারের কাউন্সিলর, অবসরপ্রাপ্ত শিক্ষক ! ৩০ বছর ধরে ৬০ ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগে কেরলে ধৃত CPIM নেতা।

Cpim councillor arrested for sexual harassment in kerala

মলপ্পুরম: পড়ুয়াদের যৌন হেনস্তার অভিযোগে ধৃত অবসর-প্রাপ্ত শিক্ষক তথা সিপিএম (CPIM) নেতার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট তলব করলেন কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি।


গত তিন দশক ধরে স্কুলের পড়ুয়াদের যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হন কে ভি শশী কুমার নামে মলথুরমের ওই শিক্ষক। শিক্ষা দফতরের ডিজি জীবন বাবু শশীর বিরুদ্ধে তদন্তের বিষয়টি পর্যবেক্ষণ করবেন। অভিযোগ,স্কুল কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানোর পরেও শশী কুমারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই অভিযোগের সত্যতাও যাচাই করা হবে তদন্তে।

সম্প্রতি শশী কুমার ফেসবুকে লিখেছিলেন, ‘এবার শিক্ষকতা থেকে অবসর নিচ্ছি।' স্কুলের স্যারের সেই পোস্টেই ক্ষোভ উগরে দিয়ে এক প্রাক্তন ছাত্রী তাঁর বিরুদ্ধে প্রথম ‘মি টু’ অভিযোগ তোলেন। এর পরেই সেই পোস্টে একে একে বহু ছাত্রী মলপ্পুরম পুরসভার তিনবারের কাউন্সিলর ওই শিক্ষকের কাছে স্কুলে যৌন হেনস্তার শিকার হওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা ফাঁস করেন।

তদন্তকারীদের সন্দেহ, শশী কুমার তাঁর শিক্ষক জীবনে অন্তত ৫০ জনকে যৌন হেনস্তা করেছিলেন। অভিযোগ উঠতেই তাঁকে বরখাস্ত করে কেরল সিপিএম। কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দিতে বাধ্য করা হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর কুকর্ম ফাঁস হতেই এবং প্রতিবাদের ঝড় উঠতেই গা ঢাকা দিয়েছিলেন শশী কুমার। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদে নামে মহিলা কংগ্রেস ও বনিতা লিগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad