বেঙ্গালুরু : আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল পুরো দেশ। ভিন ধর্মে প্রেম ! মাশুল হিসাবে প্রাণ দিতে হল দলিত যুবককে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালবুর্গি জেলায়। নিহত যুবকের নাম বিজয় কাম্বলে (Vijay Kamble)। তিনি ওয়াদিটাউনের ভীমা নগরের বাসিন্দা। হত্যায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান, মেয়েটির পরিবার ছেলেটির সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি।
কালবুর্গির পুলিশ সুপার ঈশা পন্থ বলেন, “ধৃত দু’জনের নাম সাহুউদ্দিন এবং নওয়াজ। মেয়েটির পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
Shahbuddin brother of that girl came to our house warned mu son Vijay 6-7 months back and now they killed my son brutally -Vijay's Mother pic.twitter.com/kdLjIREBCz
— Wali ವಾಲಿ (@Netaji_bond_) May 26, 2022
এদিকে, বিজয়ের মা বলেন, “ওর বান্ধবীর ভাই বিজয়কে অনেক বার হুমকি দিয়ে দিয়ে গেছে। ঘটনার দিন বিজয়ের কাছে একটি ফোন আসে। তার পরই বাড়ি থেকে বেরিয়ে যায় বিজয়। আমি বুঝতে পারিনি, ও কার সঙ্গে কথা বলছিল। এর পর আমরা ওর সঙ্গে অনেকক্ষণ যোগাযোগ করতে পারিনি। এর পরে হঠাৎ একটা ফোন আসে বলা হয়, ওকে মারা হয়েছে। আমি ছুটে গিয়ে দেখি, ওকে ছুরি মারা হয়েছে। মাথাতেও আঘাত রয়েছে।”
বিজয়ের মা বলেন, ওর বান্ধবীর ভাই এক বার বাড়ি এসে বলেছিল, “ছেলেকে ভাল করে শিক্ষা দাও। না হলে ওর মুন্ডু কেটে তোমার হাতে দিয়ে যাব।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.