Qutub Minar : সূর্য দেখতে কুতুব মিনার বানিয়েছিলেন রাজা বিক্রমাদিত্য! চাঞ্চল্যকর দাবি ASI অধিকর্তার। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ২৪ মে, ২০২২

Qutub Minar : সূর্য দেখতে কুতুব মিনার বানিয়েছিলেন রাজা বিক্রমাদিত্য! চাঞ্চল্যকর দাবি ASI অধিকর্তার।

Ex asi officer clasims Qutb minar was built by raja Vikramaditya

নয়াদিল্লি : কুতুব মিনার নয়। সূর্যের অবস্থান পর্যবেক্ষণকারী মিনার ওটি। পঞ্চম শতকে রাজা বিক্রমাদিত্য নির্মাণ করেছিলেন এই কুতুব মিনার। দিল্লির ঐতিহাসিক স্তম্ভটিকে নিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন পুরাতত্ত্ব বিভাগ অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ASI প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা ধরমবীর শর্মা (Dharamveer Sharma)।

এমনিতেই কুতুব মিনার চত্বরের ২৭টি পুরনো মন্দিরের পুনর্নির্মাণেরও দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)। এবার সে আগুনে আরও ঘি পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শর্মা বলেন, “এটি কুতুব মিনার না, বরং সূর্য মিনার। কুতুবুদ্দিন আইবক নয়,পঞ্চম শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন মহারাজা বিক্রমাদিত্য। আমার কাছে এ বিষয়ে অনেক প্রমাণ আছে। তাঁর যুক্তি, “গোড়ার তুলনায় মিনারের মাথাটি ২৫ ইঞ্চি হেলে রয়েছে। জুনের ২১ তারিখে সূর্য পর্যবেক্ষণের জন্য এভাবে নির্মাণ করা হয়েছিল মিনারটি-কে। ওই দিন সূর্যের অবস্থানে একটি বিশেষ পরিবর্তন হয়। অন্তত আধ ঘণ্টা এলাকায় ছায়া পড়ে না। পুরো বিষয়টি বিজ্ঞান ও প্রত্নতাত্ত্বিক বিষয়।”

মিনার চত্বরে হিন্দু এবং জৈন মন্দির পুনর্নির্মাণের দাবিতে
দিল্লির সাকেত আদালতে তিনটি মামলা দায়ের হয়েছিল। সাকেত আদালতের বিচারক নেহা শর্মা গত বৃহস্পতিবার
মন্দির পুনর্নির্মাণের দাবি খারিজ করে বলেন, 'ভারতের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশ।শাসন এসেছে। আবেদনকারী পক্ষ ‘জাতীয় লজ্জার’ প্রসঙ্গ তুলেছেন, কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না, অতীতে ঘটে যাওয়া অন্যায়কে ভবিষ্যতের অশান্তির ভিত্তি হতে দেওয়া যায় না। হিন্দুত্ববাদীরা চাইছেন মিনারের নাম বদলে হোক বিষ্ণু স্তম্ভ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad