নয়াদিল্লি: দেশের বিভিন্ন প্রান্তে রেললাইন উড়িয়ে দেওয়ার প্ল্যান পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) এর। ভারতীয় গোয়েন্দাবিভাগ সম্প্রতি এই ধরনের সতর্কতা জারি করেছে।
সূত্রের খবর, গোয়েন্দাদের তরফ থেকে জারি করা সতর্ক-বার্তায় স্পষ্ট হয়েছে এবার পাকিস্তানের লক্ষ্য পাঞ্জাব। শিখ অধ্যুষিত রাজ্যকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী ও পাঞ্জাব পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য ও দেশের নানা প্রান্তে রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে জোড়া আক্রমণ করতে চাইছে পাক গুপ্তচর সংস্থা। এর ফলে প্রথমত, দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও নাশকতা সৃষ্টি করা যাবে, দ্বিতীয়ত, বিধ্বস্ত করে দেওয়া যাবে রেল যোগাযোগ ব্যবস্থাকে। এই কাজে ইতিমধ্যেই সীমান্তের ওপার থেকে ভারতে থাকা স্লিপার সেলগুলির কাছে ISI মোটা অঙ্কের টাকা সরবরাহ করেছে বলেই দাবি গোয়েন্দাদের।
গত বছর দিল্লি পুলিশের বিশেষ বিভাগ দুই পাক সন্ত্রাসবাদী-কে গ্রেফতার করেছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল দেড় কেজি আরডিএক্স (RDX) তাকে ভারতে পাঠানোর আগে রেললাইনে বিস্ফোরণ করানোর ট্রেনিংও দেওয়া হয়েছিল। ঠিক একই কায়দায় ভারতে তাদের স্লিপার সেলকে ব্যবহার করে রেললাইন ওড়ানোর ছক কষেছে বলেই পঞ্জাব-সহ বেশ কয়েকটি রাজ্যকে সতর্ক করেছেন গোয়েন্দারা। প্রাথমিকভাবে বিভিন্ন বিষয়ে রেইকি করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.