কোঝিকোড়: এবার রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়েনাডে হাজির বিজেপি সাংসদ স্মৃতি ইরানি।
কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি, মঙ্গলবারই গিয়েছেন দক্ষিণের ওই জেলায়। জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের কাজকর্মের গতি পর্যবেক্ষণ করতেই স্মৃতির এই সফর।
তিনি বলেন, এখানে অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। আমি জেলা প্রশাসনকে জানিয়েছি এগুলো করতে হবে। মূলত পিছিয়ে পড়া এলাকায় কেন্দ্রীয় প্রকল্পগুলি কেমন চলছে তা দেখার জন্যই তিনি এখানে এসেছিলেন।
তিনি আরোও বলেন, বহু কেন্দ্রীয় প্রকল্পের কথা ওদের জানিয়েছি। হকারদের জন্য আত্ম নির্ভর নিধির কথাও বলেছি। নারী শিক্ষার উন্নতি নিয়েও কথাবার্তা বলেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী এদিন সকালে জেলা আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। সেখানে কেন্দ্রীয় সরকারের বিবিধ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। কাজ কতদূর এগোল, তা-ও খতিয়ে দেখেন। তবে ইতিমধ্যেই স্মৃতির এই ওয়েনাড-যাত্রা নিয়ে সরগরম রাজনৈতিক মহল। তার কারণ, এর আগে কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত আমেঠিতে, ২০১৯ সালের লোকসভা ভোটে, স্মৃতি পর্যুদস্ত করেছিলেন রাহুলকে। তারও পরে একাধিক বার সোনিয়া-তনয়ের নানা বয়ানের পাল্টা জবাব দেন স্মৃতি। এবার রাহুলের এই দক্ষিণী কেন্দ্রটিতে স্মৃতির এই হঠাৎ সফর এবং জেলা আধিকারিক -দের সঙ্গে বৈঠক স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি করেছে। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
মঙ্গলবার রাহুলের নেপাল সফরের একটি ভিডিও নিয়ে চাঞ্চল্য ছড়ালে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিজেপির এসটি মোর্চার সোশ্যাল মিডিয়া প্রধান ধওয়াল প্যাটেল। টুইটে লেখেন, “একদিকে স্মৃতি ইরানি ওয়েনাডে গিয়ে মানুষের সঙ্গে দেখা করে তাঁদের উন্নতির চেষ্টা করছেন। আর অন্যদিকে ওয়েনাডের সাংসদ নেপালে গিয়ে পার্টি করছেন।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.