সমস্ত প্রাচীন মসজিদের ‘গোপন সমীক্ষা’-র দাবি তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের। যে সকল মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ হয়েছিল সেগুলি পুনর্দখল হবে দাবি ইয়েদুরাপ্পার। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২৮ মে, ২০২২

সমস্ত প্রাচীন মসজিদের ‘গোপন সমীক্ষা’-র দাবি তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের। যে সকল মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ হয়েছিল সেগুলি পুনর্দখল হবে দাবি ইয়েদুরাপ্পার।

নয়াদিল্লি : মথুরার শাহি ইদগাহ মসজিদ, জ্ঞানবাপী নিয়ে বিতর্কের রেশ পৌঁছে গিয়েছে আদালতের দরজায়। এবার সেই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে (Supreme court) দায়ের হল জনস্বার্থ মামলা।

Asi must conduct survey on 100 year old mosques, Yediyurappa

আবেদনকারীরা আর্জি জানান দেশের সমস্ত প্রাচীন ও নামী মসজিদের ‘গোপন সমীক্ষা’ করা হোক পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ (ASI)-কে দিয়ে। বিশেষত, যেগুলি শতাধিক বছরের প্রাচীন মসজিদ এবং যেখানে পুকুর ও কুয়ো রয়েছে, সেগুলি সমীক্ষার আওতায় থাকুক। পাশাপাশি, পুকুর বা কুয়োর বদলে নলকূপ ও কলের জলে ‘ওজু’ করার আর্জিও জানানো হয়েছে। আবেদনকারীদের মতে,এভাবে সমীক্ষা করা হলে ভবিষ্যতে মন্দির-মসজিদ বিতর্ক তথা দুই সম্প্রদায়ের মধ্যে রেষারেষি এড়ানো যাবে।


কর্নাটকের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক বি এস ইয়েদুরাপ্পা (B. S. Yediyurappa)-র দাবি, দেশের ৩৬ হাজার মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ হয়েছিল। সেগুলি তাঁরা পুনর্দখল করবেন। এরই মধ্যে আগামী সোমবার জ্ঞানবাপী মসজিদ নিয়ে শুনানি হবে বারাণসীর জেলা আদালতে। সমীক্ষার সময় তোলা ভিডিও ছবি বিস্তারিত তথ্যসহ তুলে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad