Gyanvapi Masjid case : জ্ঞানবাপী মামলায় সুপ্রিম নির্দেশ শিবলিঙ্গকে 'সুরক্ষিত' রেখেই চলুক মুসলিমদের নামাজ। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

Gyanvapi Masjid case : জ্ঞানবাপী মামলায় সুপ্রিম নির্দেশ শিবলিঙ্গকে 'সুরক্ষিত' রেখেই চলুক মুসলিমদের নামাজ।

Gyanvapi masjid cade, D.Y Chandrachur

নয়াদিল্লি : জ্ঞানবাপী মসজিদের জলাশয়ে শিবলিঙ্গের হদিস মেলার পর সেটিকে সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিল বারাণসীর আদালত। সুপ্রিম কোর্টও জানিয়ে দিল ওই এলাকা আপাতত সিল করে রাখা থাকবে। প্রশাসনকে সেখানকার সুরক্ষা নিশ্চিত করতে হবে, এর পাশাপাশি শীর্ষ আদালত এও জানাল, মসজিদে নমাজ বন্ধ রাখা যাবে না।


মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যেখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল, সেই স্থানটি সিল করে রাখতে হবে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D.Y. Chandrachud) এবং বিচারপতি পি এস নরসিংহ (P.S. Narasimha)-র বেঞ্চ জানতে চায়, ঠিক কোথায় ‘শিবলিঙ্গ' পাওয়া গিয়েছে। এ বিষয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রিপোর্ট এখনও জমা পড়েনি। তাই নির্দিষ্ট এলাকার কথা তাঁরা বলতে পারবেন না। জবাব দেওয়ার জন্য একদিন সময় চান তিনি। এর পরেই দেশের শীর্ষ আদালত জেলাশাসককে নির্দেশ দিয়েছে, যেন কাউকে সেখানে প্রবেশ না করতে দেওয়া হয়। তবে মসজিদে নমাজ ও অন্যান্য ধর্মীয় আচরণ বন্ধ করা যাবে না বলেও আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কোনও ভাবেই মসজিদে মুসলিমদের প্রবেশের সংখ্যাও বেঁধে দেওয়া হবে না। যদিও যেটি পাওয়া গিয়েছে, সেটি শিবলিঙ্গ নয়, ফোয়ারা বলে দাবি করেছে আঞ্জুমান ইন্তেজামিয়া জ্ঞানবাপী মসজিদ কমিটি। ওজুখানা ‘সিল’ করার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টে একটি পৃথক আর্জি জানানো হয়েছে।

এদিকে, মথুরার একটি আদালত একই ধরনের মামলা শুনতে রাজি হল। ওই মামলায় মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি লাগোয়া বিতর্কিত শাহি ইদগাহ মসজিদের ভিডিওগ্রাফির দাবি করা হয়েছে। মামলাকারীদের দাবি, ইদগাহ মসজিদ অবিলম্বে সিল না করলে সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ক্ষতিগ্রস্ত হবে। মথুরার ওই আদালত মামলাটি গ্রহণ করে ১ জুলাই শুনানি হবে বলে জানিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad