কালিয়াচক : পশ্চিমবঙ্গে একদল হিন্দু মহিলা এক পুলিশ ইন্সপেক্টর এর বিরুদ্ধে ধর্মান্তরিত করতে বাধ্য করার অভিযোগ তুলেছেন। অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টর থানার ইনচার্জ পদে কর্মরত। ঘটনাটি মালদা জেলার কালিয়াচক বাজারের। বিজেপির এক মহিলা নেত্রীর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই ঘটনা সামনে এসেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অন্যদিকে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে।
এর প্রতিবাদে ইংরেজবাজার এলাকায় পোস্ট অফিসের কাছে বেশ কয়েকজনকে পোস্টার হাতে দেখা যায়। পোস্টারে পুলিশ অফিসারকে ধর্মান্তরের জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলে ধর্মান্তরিত না হয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা করা হয়। বিজেপি মহিলা নেত্রীর মতে, এই বিক্ষোভের আয়োজন করেছিলেন ৩ জন মহিলা।
বিজেপি নেত্রী এই মহিলাদের স্যালুট জানিয়েছেন। বলা হচ্ছে তাদের স্বামীদের বন্দী করে রাখা হয়েছে। ওই মহিলা নেত্রীর পক্ষ থেকে আরও বলা হয়, এসব পীড়িতদের প্রতি আমরা ধ্যান দিচ্ছি না। মহিলা নেত্রী বলেন, “তাদের সংগ্রাম ধর্মান্তর না করার জন্য এবং তাদের উপর প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে। এটা বীরত্বের পরিচয়।" এই সময় ভিডিওতে কিছু গেরুয়া পোস্টারও দেখা গেছে। ওই গেরুয়া পোস্টারের পিছনে ৩ জন প্রদর্শনকারী মহিলাদের দেখা যাচ্ছে।
The IC of the Kaliachak police station is trying to force convert two family members.
— BJP Bengal (@BJP4Bengal) May 15, 2022
This incident should be investigated immediately.
Are they trying to turn West Bengal into West Bangladesh? pic.twitter.com/FZrPDL35BI
বিজেপি নেত্রী প্রথমে ব্যানারটি দেখান যাতে লেখা ছিল, “কালিয়াচক থানার আই.সি. আমাদের মুসলমান হতে বলছে এবং বিভিন্নভাবে চাপ দিচ্ছে যাতে আমরা মুসলমান হই। আমরা আমাদের ধর্ম পরিবর্তন করতে চাই না।" আরেকটি ব্যানারে লেখা আছে, "আমরা যদি তাদের কথা না শুনি, তাহলে আমাদের মারধর অ্যারেস্ট এরকম আরো নানা অত্যাচার চালাচ্ছে।"
এই ভিডিও দিয়ে বিজেপি নেত্রী বলেন, “আমরা ভয় পাচ্ছি যে পশ্চিমবঙ্গ শীঘ্রই বাংলাদেশ না হয়ে যায়। ক্ষমতাসীন তৃণমূলের শাসনকালে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অবাধ অনুপ্রবেশ ঘটছে। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা একের লড়াই নয়।"
মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ও (Tathagata Roy) এই ঘটনায় টুইট করেছেন এবং লিখেছেন "যে বাঙালি হিন্দু জাতি নিজের ইতিহাস ভুলে গিয়ে বিশ্বপ্রেমের হাপু গায় তাদের কপালে এই-ই অবশ্যম্ভাবী।"
যে জাতি (এক্ষেত্রে বাঙালি হিন্দু) নিজের নির্যাতনের ইতিহাস ভুলে গিয়ে বিশ্বপ্রেমের হাপু গায় তাদের কপালে এই-ই অবশ্যম্ভাবী। https://t.co/H3qu2H2I2K
— Tathagata Roy (@tathagata2) May 15, 2022
মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ও (Tathagata Roy) এই ঘটনায় টুইট করেছেন এবং লিখেছেন "যে বাঙালি হিন্দু জাতি নিজের ইতিহাস ভুলে গিয়ে বিশ্বপ্রেমের হাপু গায় তাদের কপালে এই-ই অবশ্যম্ভাবী।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.