Nupur Sharma summoned by Kolkata Police : বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ। TMC নেতা আবু সোহেল করে FIR - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

Nupur Sharma summoned by Kolkata Police : বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ। TMC নেতা আবু সোহেল করে FIR

Nupur Sharma summoned by kolkata police

কলকাতা : পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য এবার কলকাতা পুলিশ সমন পাঠালো বহিষ্কৃত বিজেপি নেত্রী নুপুর শর্মা (Nupur sharma)-কে। নারকেল -ডাঙ্গা থানায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে। কেবলমাত্র নারকেলডাঙ্গা থানাই নয়, কাঁথি থানাতেও নুপুর শর্মার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। TMC নেতা আবু সোহেল নুপুর শর্মার বিরুদ্ধে FIR করেছেন।


হজরত মহম্মদকে নিয়ে করা মন্তব্যের জেরে কদিন ধরেই
রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি দেখা দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে হাওড়াতে। এই মন্তব্য-কে কেন্দ্র করেই হাওড়াতে পথ অবরোধ থেকে শুরু করে পুলিশের সঙ্গে প্রতিবাদীদের খণ্ড যুদ্ধ পর্যন্ত হয়ে গিয়েছে।প্রতিবাদের আগুনে পুড়েছে গাড়ি, দোকান, বাড়ি।সোমবার অব্দি হাওড়াতে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবাও। এই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদের আচ হাওড়া সহ ছড়িয়ে পড়েছিল বজবজ, মেটিয়াবুরুজ সহ অনেক জায়গাতেই। এই অবস্থাতেই নুপুর শর্মাকে আগামী ২০ জুন নারকেলডাঙ্গা থানায় হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে কলকাতা পুলিশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, অন্য রাজ্যের নেতাদের করা অন্যায়ের ফল কেন ভুগবে বাংলার আমজনতা? তারচেয়ে বিজেপি নেত্রীর বিরুদ্ধে বাংলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হোক। চিঠি লেখা হোক রাষ্ট্রপতিকে।এর পরেই একাধিক থানায় FIR দায়ের করা হয় নুপুর শর্মার বিরুদ্ধে ।

পুলিশ সূত্রের খবর, নুপুরের বিরুদ্ধে নারকেলডাঙ্গা থানায় ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (এ), ২৯৫(এ), ২৯৮ এবং ৩৪ ধারায় অভিযোগ রুজু করা হয়েছে।রাজ্যের পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে নবান্নে জেলাশাসকের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad