ছত্রিশগড় : পাকিস্তানী ইসলামিক জঙ্গী সংগঠন ‘দাওয়াত-এ-ইসলামী' (Dawat-e-Islami)-র আবেদনে সাড়া দিয়ে ২৫ একর জমি দান করতে চলেছিল ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)-র নেতৃত্বাধীন ছত্রিশগড়ের কংগ্রেস সরকার। ২৫ একর জায়গা নিয়ে তারা কমিউনিটি সেন্টার গড়ে তুলতে চায় এমনটাই তাদের আবেদনে সে রাজ্যের কংগ্রেস সরকার-কে জানিয়েছিল ‘দাওয়াত-এ-ইসলামী'-র ছত্তিশগড় শাখা।
কমিউনিটি সেন্টার গড়ে তুলতে বিস্ময়করভাবে এমন বিপুল পরিমাণ জমির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠায় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় যে ভুল করে ১০ হাজার বর্গফুট জমির বদলে তারা ১০ হেক্টর অর্থাৎ ২৫ একর জমির আবেদন করে ফেলেছে। রাজ্য সরকার সেই ভুল করে চাওয়া ২৫ একর জমি ‘দাওয়াত-এ-ইসলামি’-কে তুলে দিতে প্রক্রিয়া শুরু করেও দিয়েছিল। কিন্তু বিষয়টি জানাজানি হতে সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির নেতা ব্রিজমোহন অগ্রবাল তা নিয়ে প্রতিবাদে সরব হন। শ্রী অগ্রবাল জানান, এই ইসলামী সংগঠনটি পূর্ব থেকেই বলপূর্বক ধর্মান্তরণ, ভোটারদের প্রভাবিত করা ও সন্ত্রাসবাদ ছড়ানোর উদ্দেশ্যে অভিযুক্ত। তিনি ওই সংস্থাকে জমি বন্টন করার সরকারি বিজ্ঞাপন- কেও সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, 'বহু সমাজসেবী সংস্থা জমি চেয়ে সরকারের কাছে আবেদন করলেও তা পড়ে আছে। কিন্তু একটি কট্টরপন্থী ইসলামিক সংস্থা, যার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাদের জমি বন্টন করার ঘটনা ঘটলো।
12 acre govt owned land in Raipur Chhattisgarh allotted to Dawat-e-Islami, a Karachi based organisation.
— Rahul Kaushik (@kaushkrahul) January 3, 2022
Application given on 28th December, approved same day by minister Mohammad Akbar and allotted the very next day, 29th December by Raipur DM.
Amazing speed! pic.twitter.com/kfmFOW2MCJ
এর আগে এদেশে সন্ত্রাসবাদ ছড়ানো এবং গুপ্তচরবৃত্তির দায়ে এই সংগঠনের সদস্যদের গ্রেফতারও করেছে দিল্লী পুলিশ। এই জঙ্গী সংগঠনটির ফেসবুক পাতায় এদের পাকিস্তানী প্রধান ইলিয়াস কাদরির ছবি ও নাম আছে।
ফ্রান্সে ২০২০ তে সেখানকার বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা ‘চার্লি হেবদো'-র দপ্তরে হামলাকারী ইসলামী সন্ত্রাসবাদী ধরা পড়লে জেরার মুখে ‘দাওয়াত-এ-ইসলামী’-র প্রতিষ্ঠাতা মৌলানা আবু আত্তারিকে সে তার অনুপ্রেরণা বলে জানিয়েছে।
বিরোধী দল ভারতীয় জনতা পার্টির তীব্র প্রতিবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত সিদ্ধান্তে পিছু হটতে বাধ্য হয় ছত্রিশগড়ের কংগ্রেস সরকার। অবশেষে ‘দাওয়াত-এ-ইসলামী’-কে জমি দানের সিদ্ধান্ত বাতিল করা হয়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.