Agnipath : চলতি মাসের ২৪ জুন থেকেই অগ্নিপথ প্রকল্পে নিয়োগ শুরু। সেনা এবং বায়ুসেনার বড় ঘোষণা। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ১৮ জুন, ২০২২

Agnipath : চলতি মাসের ২৪ জুন থেকেই অগ্নিপথ প্রকল্পে নিয়োগ শুরু। সেনা এবং বায়ুসেনার বড় ঘোষণা।


Indian air force will begin recruitment agnipath scheme

নয়াদিল্লি : চলতি মাসের ২৪ তারিখ থেকেই ভারতীয় বায়ুসেনা 'অগ্নিপথ প্রকল্প'-এর আওতায় প্রথম নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করতে চলেছে।


উল্লেখ্য, করোনার কারণে গত দু'বছর নিয়োগ প্রক্রিয়া একেবারে বন্ধ রেখেছিল সেনাবাহিনী। দ্রুত সেই প্রক্রিয়া পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Sing)।

বিগত করোনাকালেও গত দু'বছর নিয়োগ প্ৰক্ৰিয়া অব্যাহত রেখেছিল বায়ুসেনা ও নৌসেনা। এবার তারা অগ্নিপথ প্রকল্পের অধীনেও নিয়োগ করবে।

বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এই প্রসঙ্গে জানিয়েছেন, "আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে। এর ফলে যুবসমাজ উপকৃত হবে। আগামী ২৪ জুন থেকে বায়ুসেনায় নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে ।"

প্রসঙ্গত, চুক্তির ভিত্তিতে চার বছরের জন্য ভারতের সেনা, বায়ুসেনা ও নৌসেনায় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্ৰীয়
সরকার। এই প্রকল্পেরই পোশাকি নাম 'অগ্নিপথ প্রকল্প'। কিন্তু, কেন্দ্রের এই ঘোষণার পরই যুব সমাজের একাংশ এই প্রকল্পের বিরোধিতায় সরব হয়। বিহার, উত্তরপ্রদেশ সহ দেশের নানা প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়। তার জেরে কার্যত বাধ্য হয়েই নিয়োগের আবেদন জানানোর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad