অর্জুন সিং তৃণমূলে ফিরতেই প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১২ জুন, ২০২২

অর্জুন সিং তৃণমূলে ফিরতেই প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব !

Picsart_22-06-12_10-58-21-062

ভাটপাড়া : অর্জুন সিং (Arjun Singh) তৃণমূলে ফিরতেই ভাটপাড়ায় আরও একবার প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব । 

বৃহস্পতিবার রাতে অর্জুন ঘনিষ্ঠ ভাটপাড়ার বাসিন্দা ওমপ্রকাশ যাদবের বাড়িতে হামলার অভিযোগ উঠল।
ওমপ্রকাশকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বলে খবর পাওয়া গেছে।এই ঘটনায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন ওমপ্রকাশ যাদব। তবে, অভিযুক্তদের কেউ এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি।

এই ঘটনায় রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে উত্তর ২৪ পরগনার শীর্ষ নেতৃত্বদের নিয়ে যে বৈঠক হয়েছিল, সেখানে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং জ্যোতিপ্রিয় মল্লিক সকলেই উপস্থিত ছিলেন । প্রশ্ন, তাহলে কি সেই বৈঠক কেবল লোক দেখানো ছিল ? যার উত্তর কারও কাছে নেই।

রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় পটপরিবর্তন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন, যে ঘটনার পর রাজ্য বিজেপিতে হইচই পড়ে যায়।বিজেপির অন্দরে একে-অপরের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগ শুরু হয়। কিন্তু, এ বার তৃণমূলের ভিতরেই শুরু হল টানাপোড়েন। অর্জুন সিং তৃণমূলে ফিরতেই ফের একবার ভাটপাড়ায় প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠী-দ্বন্দ্বের অভিযোগ, অর্জুন ঘনিষ্ঠ ওমপ্রকাশ যাদবের বাড়িতে গতকাল রাতে রাজু তিওয়ারি এবং রাজেন তিওয়ারি তাঁদের দলবল নিয়ে হামলা চালায়

প্রসঙ্গত, অর্জুন সিং বিজেপিতে থাকাকালীন ওমপ্রকাশ যাদব জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের হয়ে কাজ করতেন কিন্তু, অর্জুন তৃণমূলে ফিরে আসতেই ওমপ্রকাশ এবং তাঁর লোকজন অর্জুন শিবিরে যোগ দেন। অভিযোগ এর পরেই দু'তরফে উত্তেজনা বাড়তে শুরু করে, যা আগেও ভিতরে ভিতরে বাড়ছিল।

গতকাল রাত্রে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের অনুগামী হিসাবে পরিচিত রাজু তিওয়ারি এবং রাজেন তিওয়ারি লোকজন নিয়ে ওমপ্রকাশের বাড়িতে হামলা চালায়।অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে ওমপ্রকাশ যাদবের বাড়িতে ঢুকে তাঁকে মারধর করা হয়। বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন, ওমপ্রকাশ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad