PM Cares for Children : করোনায় অনাথ শিশুদের সাহায্যার্থে পিএম কেয়ার্স ফর চিল্ড্রেন-এর একাধিক বড় ঘোষণা মোদি সরকারের। মাসে মিলবে ৪ হাজার টাকা! - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ১ জুন, ২০২২

PM Cares for Children : করোনায় অনাথ শিশুদের সাহায্যার্থে পিএম কেয়ার্স ফর চিল্ড্রেন-এর একাধিক বড় ঘোষণা মোদি সরকারের। মাসে মিলবে ৪ হাজার টাকা!

Modi announced for children who lost parents in covid

নয়াদিল্লি : করোনায় পিতি-মাতাহারা শিশুদের সাহায্যার্থে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।


অতিমারি করোনা ভাইরাসের ছোবলে দেশের বহু শিশু
রাতারাতি অনাথ হয়ে গিয়েছে। অনেক আগেই তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদি।সোমবার কোভিডে অনাথ হওয়া শিশুদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম' (PM-CARES for children Scheme) অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী অনাথ শিশুদের অ্যাকাউন্টে স্কলার-শিপের টাকা পাঠালেন। এছাড়া ১৮-২৩ বছর বয়সি পড়ুয়া-দের হাতে এই প্রকল্পের পাসবই তুলে দেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে কোভিডে অনাথ হওয়া শিশুদের প্রতি মাসে চার হাজার টাকা করে দেওয়া শুরু করল কেন্দ্র। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, অনাথ শিশুদের স্কুলে পড়াশোনা শেষ হওয়ার পর ভবিষ্যতে তাদের আরও অর্থের প্রয়োজন হবে। তাই ১৮-২৩ বছরের যুবক-যুবতীরা প্রতিমাসে বৃত্তি পাবেন আর সেই পড়ুয়ার বয়স ২৩ বছর হয়ে গেলে তারা একসঙ্গে দশ লক্ষ টাকা পাবে।

এখানেই শেষ নয় অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন সূত্রে জানা গিয়েছে, PM CARES স্কিমের আওতায় চলতি শিক্ষাবর্ষ থেকেই দু'টি করে আসন সংরক্ষণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী এদিন স্কুলের ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়ার পাশাপাশি আয়ুষ্মান ভারতের অধীনে স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন শিশুদের হাতে। অনাথ শিশুদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তিনি বলেন, 'আমি প্রধানমন্ত্রী হিসেবে নয়, আপনাদের পরিবারের সদস্য হিসেবে শিশুদের সঙ্গে কথা বলছি। আজ শিশুদের মধ্যে থাকতে পেরে খুব ভালো লাগছে। কোনও প্রচেষ্টা অথবা সহায়তা আপনাদের পিতা-মাতার স্নেহের স্থান নিতে পারবে না। তাদের অনুপস্থিতিতে ধরিত্রী মা আপনাদের সঙ্গে আছে। ভারত পিএম কেয়ারসের মাধ্যমে তা পূরণ করছে। পাশাপাশি তিনি আরও বলেন, ‘শিশুদেরও পিএম কেয়ারস ফর চিলড্রেনের মাধ্যমে আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড দেওয়া হচ্ছে, ফলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যের চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। দেশের আবেগ আপনাদের সঙ্গে আছে। আপনার স্বপ্ন পূরণে গোটা দেশ আপনাদের সঙ্গে আছে। কারও যদি প্রোফেশনাল কোর্স করার জন্য বা উচ্চ-শিক্ষার জন্য শিক্ষা ঋণের প্রয়োজন হয়, তাহলে পিএম কেয়ারস সাহায্য করবে। এই সমস্ত শিশুরা যখন তাদের স্কুলের পড়াশোনা শেষ করবে, তখন ভবিষ্যতের স্বপ্নের জন্য আরও অর্থের প্রয়োজন হবে তার জন্য ১৮-২৩ বছরের যুবক-যুবতীরা প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। আপনাদের বয়স ২৩ বছর হলে একসঙ্গে দশ লক্ষ টাকা পাবেন।'

বর্তমান মোদি সরকার আট বছর পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, এই সময়কালে গরিবদের উন্নতিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে।' তাঁর কথায়, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্র আমাদের দেশকে অভূতপূর্ব গতিতে এগিয়ে যেতে সাহায্য করছে।' সেই সঙ্গে তিনি জানান, 'পিএম কেয়ারস ফান্ডের সাহায্যে হাসপাতাল তৈরি, ভেন্টিলেটর ক্রয় ও অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে ফলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। যাঁরা আমাদের ছেড়ে অসময়ে চলে গিয়েছেন, আজ এই তহবিল তাঁদের সন্তানদের জন্য, আপনাদের সকলের ভবিষ্যতের জন্য ব্যবহার করা হচ্ছে।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad